এবারের আইপিএলে অর্ধেকের বেশি ম্যাচ খেলে ফেলেছে প্রতিটি দল। কেমন খেলছে বাংলার ক্রিকেটাররা! দুর্দান্ত পারফরর্ম করছেন মহম্মদ শামি। ৭টি ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন। গুজরাট টাইটান্সের সর্বোচ্চ উইকেটশিকারি এখন তিনিই। গুজরাট টাইটানসের হয়ে ২ ম্যাচে খেলেছেন ঋদ্ধিমান সাহা। রান করেছেন ৩৬। চারটি ক্যাচ ধরেছেন। আরসিবির হয়ে খেলছেন বাংলার শাহবাজ আহমেদ। বল হাতে উইকেট পাননি। তবে ৯ ম্যাচে ১৯৫ রান করেছেন। আরসিবির জার্সি গায়ে আকাশ দীপ পাঁচ ম্যাচে ৫টি উইকেট পেয়েছেন। তবে তাঁর ইকোনমি রেট ১০.৮৮। যা কি না আরসিবি বোলারদের মধ্যে সব থেকে বেশি। পঞ্জাব কিংসের জার্সি গায়ে এখনও মাঠে নামেননি বাংলার পেসার ঈশান পোড়েল। নামতে পারেননি ঋত্ত্বিক চট্টোপাধ্যায়ও।