Athletics : ৪০তম স্টেট মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, পূর্ব বর্ধমানের 'ম্যাঙ্গো'-র দুটি পদক জয়

Last Updated:
Athletic : ৪০ তম স্টেট মাস্টার্স অ্যাটলেটিক চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর সাফল্য পূর্ব বর্ধমানের। জোড়া পদক জয় রঞ্জন বাগের। 
1/5
৪০ তম স্টেট মাস্টার্স অ্যাটলেটিক চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর সাফল্য পূর্ব বর্ধমানের। বিভিন্ন জেলার ১৪ জন প্রতিযোগীকে হারিয়ে ১০ হাজার মিটার ও ৫০০০ মিটারে পদক জয় ম্যাঙ্গোর।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
৪০ তম স্টেট মাস্টার্স অ্যাটলেটিক চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর সাফল্য পূর্ব বর্ধমানের। বিভিন্ন জেলার ১৪ জন প্রতিযোগীকে হারিয়ে ১০ হাজার মিটার ও ৫০০০ মিটারে পদক জয় ম্যাঙ্গো-র।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/5
জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে ৪০ তম স্টেট মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় সাড়ে চারশো জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন বিভাগে।
জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে ৪০ তম স্টেট মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় সাড়ে চারশো জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন বিভাগে।
advertisement
3/5
৫৫ বছর বিভাগে ১০,০০০ ও ৫০০০ মিটারে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন জেলার প্রায় ১৪ জন প্রতিযোগী। সকলকে পরাজিত করে ১০ হাজার মিটারে দ্বিতীয় স্থান এবং পাঁচ হাজার মিটারই তৃতীয় স্থান অর্জন করেছেন বর্ধমানের রঞ্জন বাগ ওরফে ম্যাঙ্গো।
৫৫ বছর বিভাগে ১০,০০০ ও ৫০০০ মিটারে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন জেলার প্রায় ১৪ জন প্রতিযোগী। সকলকে পরাজিত করে ১০ হাজার মিটারে দ্বিতীয় স্থান এবং পাঁচ হাজার মিটারে তৃতীয় স্থান অর্জন করেছেন বর্ধমানের রঞ্জন বাগ ওরফে ম্যাঙ্গো।
advertisement
4/5
রঞ্জন বাগ বলেন,আর্থিক সমস্যা,ভালো জুতো না থাকা সব সমসাকে অতিক্রম করেও আজ যে এখানে আসতে পেরেছি ও সাফল্য পেয়েছি এটাই অনেক বড় কথা। এর পিছনে আমার বন্ধু ও পরিচিতদের অবদান রয়েছে। তারাই বিভিন্ন সময় আমাকে টাকা জোগার করতে সাহায্য করে।
রঞ্জন বাগ বলেন, আর্থিক সমস্যা, ভাল জুতো না থাকা, এমন সব সমসাকে অতিক্রম করেও আজ যে এখানে আসতে পেরেছি ও সাফল্য পেয়েছি এটাই অনেক বড় কথা। এর পিছনে আমার বন্ধু ও পরিচিতদের অবদান রয়েছে। তারাই বিভিন্ন সময় আমাকে টাকা জোগার করতে সাহায্য করে।
advertisement
5/5
আর বয়সটা শুধু সংখ্যা মাত্র।ছোট থেকে ইচ্ছে ছিল অ্যাটলেটিক হওয়ার তাই নেশাটাকে পেশা করে নিয়েছে। বর্তমানে মেমারি ও জামালপুরের আমি প্রশিক্ষণও দি কিন্ত বর্তমান প্রজন্মের অনেকেই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে তাদের মাঠমুখী করতে হবে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
আর বয়সটা শুধু সংখ্যা মাত্র। ছোট থেকে ইচ্ছে ছিল অ্যাথলিট হওয়ার, তাই নেশাটাকে পেশা করে নিয়েছেন তিনি। বর্তমানে মেমারি ও জামালপুরের প্রশিক্ষণও দেন। ((ছবি ও তথ্য: সায়নী সরকার )
advertisement
advertisement
advertisement