Avesh Khan Record In Ipl 2022: বেস প্রাইজের থেকে ৫০ গুণ বেশি দাম উঠল আবেশ খানের, আনক্যাপড হিসেবে রেকর্ড

Last Updated:
Avesh Khan In Ipl 2022: আইপিএলের সব থেকে দামি আনক্যাপড ক্রিকেটার হলেন আবেশ খান। কত টাকা পেলেন তিনি, জানেন?
1/5
আইপিএলের ইতিহাসে আবেশ খান সব থেকে দামি ক্রিকেটার হিসেবে রেকর্ড করলেন। বেস প্রাইজের থেকে ৫০ গুণ বেশি দাম উঠল তাঁর।
আইপিএলের ইতিহাসে আবেশ খান সব থেকে দামি ক্রিকেটার হিসেবে রেকর্ড করলেন। বেস প্রাইজের থেকে ৫০ গুণ বেশি দাম উঠল তাঁর।
advertisement
2/5
লখনউ সুপার জায়ান্টস ১০ কোটি টাকায় আবেশ খানকে দলে নিয়েছে। গতবার আইপিএলে দিল্লির হয়ে ১৬ ম্যাচে ২৪টি উইকেট নিয়েছিলেন আবেশ। ফলে এবার তাঁকে একাধিক ফ্র্যাঞ্চাইজি টার্গেট করতে পারে বলে আন্দাজ করা হচ্ছিল।
লখনউ সুপার জায়ান্টস ১০ কোটি টাকায় আবেশ খানকে দলে নিয়েছে। গতবার আইপিএলে দিল্লির হয়ে ১৬ ম্যাচে ২৪টি উইকেট নিয়েছিলেন আবেশ। ফলে এবার তাঁকে একাধিক ফ্র্যাঞ্চাইজি টার্গেট করতে পারে বলে আন্দাজ করা হচ্ছিল।
advertisement
3/5
আবেশ খান ইয়র্কারের জন্য পরিচিত হয়েছিলেন। গতবার তিনি ৩০টি ইয়র্কার করেছিলেন। আইপিএল ২০২১-এ দ্বিতীয় সর্বোচ্চ ছিল যা।
আবেশ খান ইয়র্কারের জন্য পরিচিত হয়েছিলেন। গতবার তিনি ৩০টি ইয়র্কার করেছিলেন। আইপিএল ২০২১-এ দ্বিতীয় সর্বোচ্চ ছিল যা।
advertisement
4/5
২০ লাখ বেস প্রাইজ থেকে ১০ কোটি টাকা। আইপিএল ২০২২-এর নিলাম যেন আবেশ খানের কাছে লটারি জেতার সমান।
২০ লাখ বেস প্রাইজ থেকে ১০ কোটি টাকা। আইপিএল ২০২২-এর নিলাম যেন আবেশ খানের কাছে লটারি জেতার সমান।
advertisement
5/5
আনক্যাপড ক্রিকেটার হিসেবে কৃষ্ণাপ্পা গৌতম এতদিন ছিলেন সবচেয়ে দামি। রাজস্থান তাঁকে দলে নিয়েছিল ৯.২৫ কোটি টাকায়। সেই রেকর্ড এদিন ভেঙে দিলেন আবেশ খান।
আনক্যাপড ক্রিকেটার হিসেবে কৃষ্ণাপ্পা গৌতম এতদিন ছিলেন সবচেয়ে দামি। রাজস্থান তাঁকে দলে নিয়েছিল ৯.২৫ কোটি টাকায়। সেই রেকর্ড এদিন ভেঙে দিলেন আবেশ খান।
advertisement
advertisement
advertisement