advertisement

Australian Open 2026: সাবালেঙ্কাকে হারিয়ে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রায়বাকিনা, তিন সেটের লড়াইতে নতুন চ্যাম্পিয়ন পেল টেনিস দুনিয়া

Last Updated:
Aryna Sabalenka New Champion: অস্ট্রেলিয়ান ওপেনে বিগ আপসেট শীর্ষে থাকা সাবালেঙ্কাকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন রায়বাকিনা
1/4
বিশ্বকে চমকে দিলেন রায়বাকিনা৷ বিশ্বের এক নম্বরকে তিন সেটের লড়াইতে হারিয়ে দিয়ে জিতে নিলেন কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান খেতাব৷  শনিবার অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গলসের ফাইনালে লড়াই ছিল বিশ্বের এক নম্বর সাবালেঙ্কার সঙ্গে রায়বাকিনার৷ এদিন হাড্ডাহাড্ডি লড়াই হয় খেতাব জয়ের লক্ষ্যে৷ প্রথম সেট ৬-৪ জিতে নেন রায়বাকিনা৷ কিন্তু দ্বিতীয় সেটে ৬-৪ রায়বাকিনাকে উড়িয়ে দেন সাবালেঙ্কা৷ তৃতীয় সেটেও কেউ এক ইঞ্চি জমি ছেড়ে দেয়নি৷ সাবালেঙ্কার সার্ভিস ভাঙলেও এদিনের ম্যাচ জিতে নেওয়ার জন্য যথেষ্ট ছিল না৷ ফলে তৃতীয় সেট রায়বাকিনা তৃতীয় সেট জিতে যান ৬-৪ এ৷
বিশ্বকে চমকে দিলেন রায়বাকিনা৷ বিশ্বের এক নম্বরকে তিন সেটের লড়াইতে হারিয়ে দিয়ে জিতে নিলেন কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান খেতাব৷  শনিবার অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গলসের ফাইনালে লড়াই ছিল বিশ্বের এক নম্বর সাবালেঙ্কার সঙ্গে রায়বাকিনার৷ এদিন হাড্ডাহাড্ডি লড়াই হয় খেতাব জয়ের লক্ষ্যে৷ প্রথম সেট ৬-৪ জিতে নেন রায়বাকিনা৷ কিন্তু দ্বিতীয় সেটে ৬-৪ রায়বাকিনাকে উড়িয়ে দেন সাবালেঙ্কা৷ তৃতীয় সেটেও কেউ এক ইঞ্চি জমি ছেড়ে দেয়নি৷ সাবালেঙ্কার সার্ভিস ভাঙলেও এদিনের ম্যাচ জিতে নেওয়ার জন্য যথেষ্ট ছিল না৷ ফলে তৃতীয় সেট রায়বাকিনা তৃতীয় সেট জিতে যান ৬-৪ এ৷
advertisement
2/4
: বিশ্বের পাঁচ নম্বর এলেনা রায়বাকিনা বনাম আরিয়ানা সাবালেঙ্কার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল শনিবার হল মেলবোর্নের রড লেভার অ্যারেনায়৷ সাবালেঙ্কা এর আগে ২ টি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন৷ গত মরশুমে মেলবোর্নের ফাইনাল থেকে চ্যাম্পিয়নশিপ জিতে ফেরা হয়নি তাঁর৷
: বিশ্বের পাঁচ নম্বর এলেনা রায়বাকিনা বনাম আরিয়ানা সাবালেঙ্কার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল শনিবার হল মেলবোর্নের রড লেভার অ্যারেনায়৷ সাবালেঙ্কা এর আগে ২ টি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন৷ গত মরশুমে মেলবোর্নের ফাইনাল থেকে চ্যাম্পিয়নশিপ জিতে ফেরা হয়নি তাঁর৷
advertisement
3/4
রায়বাকিনা এই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের আগে একটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন৷ অস্ট্রেলিয়ান ওপেনে এটা ছিল তাঁর দ্বিতীয় ফাইনাল৷
রায়বাকিনা এই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের আগে একটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন৷ অস্ট্রেলিয়ান ওপেনে এটা ছিল তাঁর দ্বিতীয় ফাইনাল৷
advertisement
4/4
এর আগে এই জুটি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিল ২০২৩-র অস্ট্রেলিয়ান ওপেনে৷ সেখানে এক সেট পিছনে থেকেও বেলারুশের টেনিস তারকা এক সেট পিছনে থাকার পরেও ম্যাচে ফিরে এসেছিলেন৷
এর আগে এই জুটি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিল ২০২৩-র অস্ট্রেলিয়ান ওপেনে৷ সেখানে এক সেট পিছনে থেকেও বেলারুশের টেনিস তারকা এক সেট পিছনে থাকার পরেও ম্যাচে ফিরে এসেছিলেন৷
advertisement
advertisement
advertisement