আর কোনও রাখঢাক রাখলেন না তাঁরা। এই প্রথম রেড কার্পেটে দেখা গেল আথিয়া শেট্টি ও কেএল রাহুলকে। বহুদিন ধরেই ভারতীয় দলের তারকা ব্যাটার কেএল রাহুল ও বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়ার সম্পর্কের গুঞ্জন ছিল। এবার সেই সম্পর্কে যেন সিলমোহর পড়ল। সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে খুনসুঁটিতে জড়িয়ে থাকেন আথিয়া ও কেএল। তবে সম্পর্কের ব্যাপারে তাঁরে কেউই খোলাখুলি কিছু বলেন না। যদিও হাবভাবে তাঁরা নিজেদের সম্পর্কের ব্যাপারে প্রায় সবটাই বুঝিয়ে দেন। সুনীল শেট্টির ছেলে অর্থাত্ আথিয়ার দাদা আয়ান শেট্টির নতুন সিনেমা তড়প রিলিজ করবে শীঘ্রই। এদিন সেই সিনেমার স্ক্রিনিং ছিল। আর তাতেই একসঙ্গে দেখা গেল কেএল রাহুল ও আথিয়া শেট্টিকে। মা মানা, বাবা সুনীল ও বোন আথিয়া শেট্টির সঙ্গে রেড কার্পেটে দেখা গেল তড়প সিনেমার নায়ক আয়ানকে। শেট্টি পরিবারের সবার সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে ছবি তুললেন কেএর রাহুল। অর্থাত্, সম্পর্কের ব্যাপারে তিনি আর কোনও রাখঢাক রাখতে রাজি নন। তেলেগু সিনেমা RX 100 (২০১৮ সালে রিলিজ করা) -এর রিমেক তড়প। এই সিনেমায় রয়েছেন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। এদিন আরেক সেলেব্রিটি জুটি লিয়েন্ডার পেজ ও কিম শর্মাকেও একসঙ্গে দেখা যায়। সম্প্রতি তাঁরাও বেশ খুল্লমখুল্লা প্রেমে মজেছেন।