বিয়ের পর একসঙ্গে আইপিএল প্লে অফের ম্যাচ দেখতে ইডেনে হাজির সস্ত্রীক অরুণ লাল ৷ Photo: Eeron Roy Barman গত ২ মে মধ্য কলকাতার একটি বিলাসবহুল হোটেলে বিয়ের পার্টি দেন অরুণ লাল ৷ বুলবুলকে বিয়ের আগেও মাঝেমধ্যেই অরুণ লালের সফরসঙ্গী হিসেবে দেখা গিয়েছিল ৷ অরুণ লাল জানান, তিনি আরসিবির সমর্থক ৷ অন্যদিকে এদিনের ম্যাচে লখনউকে সমর্থন করছেন স্ত্রী বুলবুল ৷ আইপিএলের এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ দেখতে বুধবার ইডেনে ভিড় জমিয়েছেন প্রচুর সংখ্যায় ক্রিকেটপ্রেমীরা ৷