এদিকে, বর্ষসেরা ফুটবলার ছাড়াও লাতিন আমেরিকার বর্ষসেরা একাদশও ঘোষণা করেছে সংস্থাটি। সেখানে স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা ফুটবলারের সংখ্যা বেশি। লিওনেল মেসি ছাড়া জায়গা পেয়েছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্ডেজ। ব্রাজিল থেকে একাদশে সুযোগ পেয়েছেন নেইমার, ক্যাসেমিরো, থিয়াগো সিলভা ও ভিনিসিয়াস জুনিয়র।