একটা-দুটো মাস নয়, ১৪ মাস ধরে তিনি এত বড় খবরটা জানেনই না। প্রিয় শিষ্য আর বেঁচে নেই। ১৪ মাস পর জানানো হল কার্লোস বিলার্দোকে।
2/ 5
২০২০ সালের ২৫ অক্টোবর গোটা বিশ্বকে কাঁদিয়ে চলে গিয়েছেন দিয়েগো মারাদোনা। অথচ তাঁর গুরু প্রিয় শিষ্যের মৃত্যুর খবরটা এতদিন জানতেনই না!
3/ 5
মস্তিষ্কের দুরারোগ্য হাকিম-অ্যাডামস সিনড্রোম রোগে আক্রান্ত বিলার্দো। তার উপর বার্ধক্যজনিত অসংখ্য রোগ। মারাদোনার মৃত্যুর খবর শুনে তিনি ভেঙে পড়তে পারেন। এই আশঙ্কায় তাঁকে এতদিন দুঃসংবাদ জানানো হয়নি।
4/ 5
আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো কোচ ৮৪ বছর বয়সী বিলার্দোকে মারাদোনার মৃত্যুর খবর জানিয়েছেন চিকিত্সকরা।
5/ 5
ডিমেনশিয়া,পারকিনসনের মতো রোগের সঙ্গে লড়াই করছেন বিলার্দো। মারাদোনার মৃত্যুর খবর শোনার পর তিনি আর কোনও প্রতিক্রিয়া দেননি। সবটাই চুপ করে শুনেছেন বলে জানান তাঁর ভাই হোর্হে।