Team India new sponsor: ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর অ্যাপোলো টায়ার্স! জানেন ম্যাচ পিছু কত টাকা করে পাবে বিসিসিআই?

Last Updated:
Team India new sponsor: ভারতীয় দলের নতুন স্পন্সর হওয়ার পথে ভারতীয় সংস্থা অ্যাপোলো টায়ারস। বিসিসিআই সূত্রের খবর, ড্রিম ১১-র জায়গায় এবার দেখা যাবে অ্যাপোলো টায়ারসের নাম। (সরকারি ঘোষণা এখনও হয়নি)
1/5
ভারতীয় দলের নতুন স্পন্সর হওয়ার পথে ভারতীয় সংস্থা অ্যাপোলো টায়ারস। বিসিসিআই সূত্রের খবর, ড্রিম ১১-র জায়গায় এবার দেখা যাবে অ্যাপোলো টায়ারসের নাম। (সরকারি ঘোষণা এখনও হয়নি)
ভারতীয় দলের নতুন স্পন্সর হওয়ার পথে ভারতীয় সংস্থা অ্যাপোলো টায়ারস। বিসিসিআই সূত্রের খবর, ড্রিম ১১-র জায়গায় এবার দেখা যাবে অ্যাপোলো টায়ারসের নাম। (সরকারি ঘোষণা এখনও হয়নি)
advertisement
2/5
নতুন স্পনসর হিসেবে ওই সংস্থা বিসিসিআইকে ম্যাচ পিছু ৪.৫ কোটি টাকা দেবে। ড্রিম ১১ দিত ম্যাচ পিছু ৪ কোটি টাকা।
নতুন স্পনসর হিসেবে ওই সংস্থা বিসিসিআইকে ম্যাচ পিছু ৪.৫ কোটি টাকা দেবে। ড্রিম ১১ দিত ম্যাচ পিছু ৪ কোটি টাকা।
advertisement
3/5
২০২৭ সাল পর্যন্ত নতুন স্পনসরের সঙ্গে চুক্তি। এই সময়কালের ভারতীয় দলের ১৩০টি ম্যাচ থাকবে। খবর অনুযায়ী, ক্যানভা ও জেকে টায়ারও ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হওয়ার দৌড়ে ছিল।
২০২৭ সাল পর্যন্ত নতুন স্পনসরের সঙ্গে চুক্তি। এই সময়কালের ভারতীয় দলের ১৩০টি ম্যাচ থাকবে। খবর অনুযায়ী, ক্যানভা ও জেকে টায়ারও ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হওয়ার দৌড়ে ছিল।
advertisement
4/5
বিরলা অপ্টাস পেন্টস বিনিয়োগ করতে রাজি ছিল বলে খবর, যদিও শেষ পর্যন্ত নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি। ২ সেপ্টেম্বর থেকে দরপত্র গ্রহণ করা শুরু হয়েছিল। ১৬ সেপ্টেম্বর, অর্থাৎ মঙ্গলবারই তা শেষ হয়।
বিরলা অপ্টাস পেন্টস বিনিয়োগ করতে রাজি ছিল বলে খবর, যদিও শেষ পর্যন্ত নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি। ২ সেপ্টেম্বর থেকে দরপত্র গ্রহণ করা শুরু হয়েছিল। ১৬ সেপ্টেম্বর, অর্থাৎ মঙ্গলবারই তা শেষ হয়।
advertisement
5/5
'দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল' পাশ হওয়ায় ড্রিম ১১ এর সঙ্গে চুক্তি বাতিল করতে বোর্ডকে।
'দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল' পাশ হওয়ায় ড্রিম ১১ এর সঙ্গে চুক্তি বাতিল করতে বোর্ডকে।
advertisement
advertisement
advertisement