Chakdah Xpress: কিছুতেই ঝুলন গোস্বামী হয়ে উঠতে পারছেন না! অনুষ্কা শর্মার সেলফি বলছে মনের কথা

Last Updated:
Chakdah Xpress: পর্দায় হলেও ঝুলন গোস্বামী হয়ে ওঠা সহজ নয়। হাড়ে হাড়ে টের পাচ্ছেন অনুষ্কা।
1/6
কিছুতেই তিনি ঝুলন গোস্বামী হয়ে উঠতে পারছেন না। পর্দায় তাঁকে ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করতে হবে। আর তার জন্য হাড়ভাঙা পরিশ্রম করছেন অনুষ্কা শর্মা।
কিছুতেই তিনি ঝুলন গোস্বামী হয়ে উঠতে পারছেন না। পর্দায় তাঁকে ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করতে হবে। আর তার জন্য হাড়ভাঙা পরিশ্রম করছেন অনুষ্কা শর্মা।
advertisement
2/6
ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদহ এক্সপ্রেস-এ অভিনয় করবেন অনুষ্কা। ঝুলনের মতো নিজেকে গড়ে তুলতে তিনি প্রচণ্ড পরিশ্রম করছেন।
ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদহ এক্সপ্রেস-এ অভিনয় করবেন অনুষ্কা। ঝুলনের মতো নিজেকে গড়ে তুলতে তিনি প্রচণ্ড পরিশ্রম করছেন।
advertisement
3/6
শুটিং-এর মাঝে এদিন একটি সেলফি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, ছোটবেলায় যদি একটু ক্রিকেট খেলতাম তা হলে আজ পরিস্থিতি হয়তো এতটা কঠিন হত না।
শুটিং-এর মাঝে এদিন একটি সেলফি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, ছোটবেলায় যদি একটু ক্রিকেট খেলতাম তা হলে আজ পরিস্থিতি হয়তো এতটা কঠিন হত না।
advertisement
4/6
পর্দায় হলেও ঝুলন গোস্বামী হয়ে ওঠা সহজ নয়। সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন অনুষ্কা শর্মা। ঝুলনের মতো ক্রিকেটারের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার কাজটাও বেশ কঠিন।
পর্দায় হলেও ঝুলন গোস্বামী হয়ে ওঠা সহজ নয়। সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন অনুষ্কা শর্মা। ঝুলনের মতো ক্রিকেটারের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার কাজটাও বেশ কঠিন।
advertisement
5/6
অনুষ্কা জানিয়েছিলেন, চাকদহ্ এক্সপ্রেস-এর শুটিং-এর মাঝে বিরাট কোহলির থেকে তিনি ক্রিকেট সংক্রান্ত টিপস পান।
অনুষ্কা জানিয়েছিলেন, চাকদহ্ এক্সপ্রেস-এর শুটিং-এর মাঝে বিরাট কোহলির থেকে তিনি ক্রিকেট সংক্রান্ত টিপস পান।
advertisement
6/6
অনুষ্কা বলেছিলেন, ঝুলন যে সময় ক্রিকেট মাঠে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন, তখন এদেশে মেয়েরা মাঠে খেলা দেখতে যাওয়ার আগেও দুবার ভাবত।
অনুষ্কা বলেছিলেন, ঝুলন যে সময় ক্রিকেট মাঠে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন, তখন এদেশে মেয়েরা মাঠে খেলা দেখতে যাওয়ার আগেও দুবার ভাবত।
advertisement
advertisement
advertisement