Cricket Tournament : বেঙ্গল কাপ ২০২৫, টেনিস বলের জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট! চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে জানেন?

Last Updated:
Tennis Ball Cricket- দুর্গাপুরে শুরু হল অল বেঙ্গল টেনিস ক্রিকেট টুর্নামেন্ট “বেঙ্গল কাপ ২০২৫”। রাজ্যের ১৬টি জেলা থেকে অংশগ্রহণ করেছে সেরা ক্রিকেট টিম।
1/6
দুর্গাপুরে শুরু হল অল বেঙ্গল টেনিস ক্রিকেট টুর্নামেন্ট“বেঙ্গল কাপ ২০২৫” যেখানে রাজ্যের ১৬টি জেলা থেকে অংশগ্রহণ করেছে সেরা সেরা ক্রিকেট টিম।(ছবি ও তথ্য: দীপিকা সরকার)
দুর্গাপুরে শুরু হল অল বেঙ্গল টেনিস ক্রিকেট টুর্নামেন্ট “বেঙ্গল কাপ ২০২৫”। রাজ্যের ১৬টি জেলা থেকে অংশগ্রহণ করেছে সেরা ক্রিকেট টিম। (ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
2/6
বিজয়ী দলের জন্য থাকছে মোটা অঙ্কের নগদ পুরস্কার।এই ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের ভগৎ সিং স্টেডিয়ামে।৬ দিন ব্যাপি চলবে এই টুর্নামেন্ট।গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া টুর্নামেন্ট চলবে ১২অক্টোবর পর্যন্ত।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
বিজয়ী দলের জন্য থাকছে মোটা অঙ্কের নগদ পুরস্কার। এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের ভগৎ সিং স্টেডিয়ামে। ৬ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া টুর্নামেন্ট চলবে ১২অক্টোবর পর্যন্ত। ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
3/6
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬টি জেলার মধ্যে রয়েছে দুই বর্ধমান, পুরুলিয়া , বাঁকুড়া ,দুই মেদিনীপুর, শিলিগুড়ি, দার্জিলিং, হাওড়া, হুগলি, বীরভূম, দুই চব্বিশ পরগনা ।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬টি জেলার মধ্যে রয়েছে দুই বর্ধমান, পুরুলিয়া , বাঁকুড়া ,দুই মেদিনীপুর, শিলিগুড়ি, দার্জিলিং, হাওড়া, হুগলি, বীরভূম, দুই চব্বিশ পরগনা। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
4/6
টুর্নামেন্টে বিজয়ীদের জন্য উইনার কাপের পাশাপাশি রয়েছে নগদ পুরস্কারের ব্যবস্থা। উইনার টিম পাবে, চার লক্ষ টাকা এবং রানাস টিম পাবে ৩ লক্ষ টাকা।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
টুর্নামেন্টে বিজয়ীদের জন্য উইনার কাপের পাশাপাশি রয়েছে নগদ পুরস্কারের ব্যবস্থা। উইনার টিম পাবে চার লক্ষ টাকা এবং রানার্স টিম পাবে ৩ লক্ষ টাকা। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
5/6
এছাড়াও দুটি সেমিফাইনালে যে টিম অংশগ্রহণ করবে তারা পাবে ১৫ হাজার টাকা। ম্যান অব দ্যা সিরিজকে দেওয়া হবে ইলেকট্রিক স্কুটি । এছাড়াও টুর্নামেন্ট ঘিরে রয়েছে নানান আকর্ষণীয় পুরস্কার।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
এছাড়াও দুটি সেমিফাইনালে যে টিম অংশগ্রহণ করবে তারা পাবে ১৫ হাজার টাকা। ম্যান অব দ্যা সিরিজকে দেওয়া হবে ইলেকট্রিক স্কুটি। এছাড়াও টুর্নামেন্ট ঘিরে রয়েছে নানান আকর্ষণীয় পুরস্কার। ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
6/6
 "বেঙ্গল কাপ" - অল বেঙ্গল টেনিস ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা কাব্য ঘোষ জানান, এই টুর্নামেন্ট রাজ্য-স্তরের ক্রীড়া ইভেন্ট, যেখানে পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিভাবান আন্তঃজেলার সেরা দলগুলিকে একত্রিত করা হয়েছে। ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
"বেঙ্গল কাপ" - অল বেঙ্গল টেনিস ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা কাব্য ঘোষ জানান, এই টুর্নামেন্ট রাজ্য-স্তরের ক্রীড়া ইভেন্ট, যেখানে পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিভাবান আন্তঃজেলার সেরা দলগুলিকে একত্রিত করা হয়েছে। ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
advertisement
advertisement