Mohun Bagan Amar 11: কলকাতার পর মোহনবাগান অমর ১১ স্মারক হাওড়ায় , দেখে নিন ফটো

Last Updated:
কলকাতা'র পর মোহনবাগান অমর ১১ স্মারক নির্মিত হল হাওড়ায়, দারুন উৎসাহিত মোহনবাগান প্রেমী ও জেলার মানুষ
1/5
অমর এগারো! জাতীয় ক্লাব মোহনবাগানের অমর এগারো'র স্মারক এবার হাওড়া'য়। মোহনবাগান ক্লাবের পর দ্বিতীয় এই অমর স্মারক নির্মিত হল হাওড়া'য়। উচ্ছ্বসিত মোহনবাগান তথা ফুটবল প্রেমী মানুষ।
অমর এগারো! জাতীয় ক্লাব মোহনবাগানের অমর এগারো'র স্মারক এবার হাওড়া'য়। মোহনবাগান ক্লাবের পর দ্বিতীয় এই অমর স্মারক নির্মিত হল হাওড়া'য়। উচ্ছ্বসিত মোহনবাগান তথা ফুটবল প্রেমী মানুষ।
advertisement
2/5
১৮৮৯ সালে জাতীয় মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা হয়। স্বাধীনতার প্রাক্কালে ভারতীয়রা যে ব্রিটিশদের পরাজিত করতে পারে বা ব্রিটিশদের বিরুদ্ধে জয়ের স্বাদ এনে দিয়েছিল ১১ জন বাঙালি। সেই লড়াইকে জেলার মানুষের কাছে তুলে ধরতেই এই স্মারক তৈরির উদ্যোগ নেন তুষার ঘোষ।
১৮৮৯ সালে জাতীয় মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা হয়। স্বাধীনতার প্রাক্কালে ভারতীয়রা যে ব্রিটিশদের পরাজিত করতে পারে বা ব্রিটিশদের বিরুদ্ধে জয়ের স্বাদ এনে দিয়েছিল ১১ জন বাঙালি। সেই লড়াইকে জেলার মানুষের কাছে তুলে ধরতেই এই স্মারক তৈরির উদ্যোগ নেন তুষার ঘোষ।
advertisement
3/5
কলকাতায় মোহনবাগান ক্লাবের পর দ্বিতীয় অমর ১১ স্মারক উন্মোচন মুহূর্তে আলামপুর-হাওড়া আন্দুল রোডের স্টেশন রোড সংলগ্ন স্থানে এই স্মারক প্রতিষ্ঠিত হয়। এটি শুধু একটি জাতীয় ক্লাবের গৌরব এমনটা নয়। জেলার মানুষ ভারতের স্বাধীনতার সংগ্রামের অংশ হিসেবে গ্রহণ করছেন।
কলকাতায় মোহনবাগান ক্লাবের পর দ্বিতীয় অমর ১১ স্মারক উন্মোচন মুহূর্তে আলামপুর-হাওড়া আন্দুল রোডের স্টেশন রোড সংলগ্ন স্থানে এই স্মারক প্রতিষ্ঠিত হয়। এটি শুধু একটি জাতীয় ক্লাবের গৌরব এমনটা নয়। জেলার মানুষ ভারতের স্বাধীনতার সংগ্রামের অংশ হিসেবে গ্রহণ করছেন।
advertisement
4/5
' অমর ১১ ' স্মারক মোহনবাগান প্রেমীদের কাছে মন্দিরের মত। জেলার বিভিন্ন প্রান্তে থেকে কয়েক হাজার মোহনবাগান সমর্থক স্মারক সূচনা মুহূর্তে হাজির হন। তারাই এই স্মারক বা মূর্তি দেখভালের দায়িত্ব তুলে নেন নিজেদের কাঁধে।
অমর ১১ ' স্মারক মোহনবাগান প্রেমীদের কাছে মন্দিরের মত। জেলার বিভিন্ন প্রান্তে থেকে কয়েক হাজার মোহনবাগান সমর্থক স্মারক সূচনা মুহূর্তে হাজির হন। তারাই এই স্মারক বা মূর্তি দেখভালের দায়িত্ব তুলে নেন নিজেদের কাঁধে।
advertisement
5/5
আন্দুল রাজ্য সড়কের পার্শ্ববর্তীতে সিল্ড জয়ের সেই মুহূর্ত। মাথার উপর বিশাল আকৃতির ফুটবল তার নিচে বাম দিক থেকে, জে রায়, এসসরকার, এ ঘোষ, বি ভাদুড়ী, এস ভাদুড়ী। দাঁড়িয়ে আর সেনগুপ্ত, এন ভট্টাচার্য, হীরালাল মুখার্জি, এম মুখার্জি, এস চ্যাটার্জি ও স্কুল।
আন্দুল রাজ্য সড়কের পার্শ্ববর্তীতে সিল্ড জয়ের সেই মুহূর্ত। মাথার উপর বিশাল আকৃতির ফুটবল তার নিচে বাম দিক থেকে, জে রায়, এসসরকার, এ ঘোষ, বি ভাদুড়ী, এস ভাদুড়ী। দাঁড়িয়ে আর সেনগুপ্ত, এন ভট্টাচার্য, হীরালাল মুখার্জি, এম মুখার্জি, এস চ্যাটার্জি ও স্কুল।
advertisement
advertisement
advertisement