IND vs ENG: ওভালে ৫টি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ শুভমান গিলের সামনে! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
5 Huge World Records Shubman Gill Can Break In IND vs ENG 5th Test: চার ম্যাচে করেছেন ৭২২ রান এবং চারটি সেঞ্চুরি। ইতিমধ্যেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন গিল, তবে ওভালে আরও কিছু রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে গিলের সামনে।
advertisement
advertisement
শুভমান গিল হলেন তৃতীয় ভারতীয় ব্যাটার যিনি একটি টেস্ট সিরিজে ৭০০-এর বেশি রান করেছেন। তার আগে আছেন শুধু সুনীল গাভাসকর ও যশস্বী জয়সওয়াল। গিল এখন তালিকায় তৃতীয়। তিনি যদি আর ১১ রান করেন, তবে একজন ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়বেন। আর যদি ৫৩ রান করেন, তাহলে একজন ভারতীয় হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নেবেন। উভয় রেকর্ডই গাভাসকরের দখলে।
advertisement
শুভমান গিল অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি করে রেকর্ডে সমতা এনেছেন ডন ব্র্যাডম্যান (ভারত বনাম অস্ট্রেলিয়া, ১৯৪৭) এবং সুনীল গাভাসকরের (ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১৯৭৮) সঙ্গে। যদি তিনি আরেকটি সেঞ্চুরি করেন, তাহলে তিনি এই রেকর্ডের একক অধিকারী হবেন এবং ক্লাইড ওয়ালকটের (৫ সেঞ্চুরি বনাম অস্ট্রেলিয়া, ১৯৫৫) পর দ্বিতীয় ব্যাটার হবেন যিনি এক সিরিজে ৫টি সেঞ্চুরি করেছেন। যদি তিনি আরও দুটি সেঞ্চুরি করতে পারেন, তবে সেটি হবে এক সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরির নতুন বিশ্বরেকর্ড।
advertisement
advertisement
