বিনোদ কাম্বলির উদ্বেগজনক অবস্থা দেখে আতঙ্কিত! বড় কথা বললেন কপিল দেব-সুনীল গাভাসকররা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vinod Kambli: একসময় যাকে দেশের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার মনে করা হত। ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির বর্তমান পরিস্থিতি দেখে উদ্বেগ ও চিন্তা প্রকাশ করেছেন অনেকেই। পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন ৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা।
advertisement
advertisement
advertisement
কাম্বলির এই পরিস্থিতিতে আগেই পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন কপিল দেব। এক সাক্ষাৎকারে কপিল দেব বলেছেন, "আমাদের সকলকে বিনোদ কাম্বলির পাশে থাকা উচিত। আমরা যতটা না তাঁর পাশে থাকব তাঁকে নিজেকে নিজের পাশে থাকতে হবে সুস্থ জীবনে ফেরার জন্য। তাঁকে দেখে আমরা খুবই দুঃখিত। আমরা চাই তার কাছের বন্ধুরা কাম্বলির সঙ্গে বেশি করে সময় কাটাক ও তাঁকে সুস্থ জীবনে ফেরার পরামর্শ দিক।"
advertisement
advertisement
৮৩-র বিশ্বকাপ জয়ী দলের অপর সদস্য সুনীল গাভাসকর বলেছেন,"১৯৮৩ সালে যে দল বিশ্বকাপ জিতেছিল, সেই দলের ক্রিকেটারেরা পরের প্রজন্মকে খুবই স্নেহ করে। আমার কাছে তো ওরা নাতির মতো। কেউ কেউ আমার ছেলের বয়সি। আমরা ওদের সকলের খেয়াল রাখি। আমরা কাম্বলির পাশে দাঁড়াতে চাই। আমরা সেই সব ক্রিকেটারের পাশে দাঁড়াতে চাই, যাঁদের ভাগ্য সঙ্গ দিচ্ছে না।"