বিনোদ কাম্বলির উদ্বেগজনক অবস্থা দেখে আতঙ্কিত! বড় কথা বললেন কপিল দেব-সুনীল গাভাসকররা

Last Updated:
Vinod Kambli: একসময় যাকে দেশের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার মনে করা হত। ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির বর্তমান পরিস্থিতি দেখে উদ্বেগ ও চিন্তা প্রকাশ করেছেন অনেকেই। পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন ৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা।
1/6
একসময় যাকে দেশের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার মনে করা হত। ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির বর্তমান পরিস্থিতি দেখে উদ্বেগ ও চিন্তা প্রকাশ করেছেন অনেকেই। পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন ৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা।
একসময় যাকে দেশের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার মনে করা হত। ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির বর্তমান পরিস্থিতি দেখে উদ্বেগ ও চিন্তা প্রকাশ করেছেন অনেকেই। পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন ৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা।
advertisement
2/6
কিছু দিন আগে কাম্বলিকে দেখা গিয়েছিল কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকরও। সচিনের সঙ্গে কাম্বলির কথা বলার ছবি ও ভিডিও দেখে আঁতকে উঠেছেন অনেকেই। সকলের একটাই প্রশ্ন, এ কী অবস্থা কাম্বলির?
কিছু দিন আগে কাম্বলিকে দেখা গিয়েছিল কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকরও। সচিনের সঙ্গে কাম্বলির কথা বলার ছবি ও ভিডিও দেখে আঁতকে উঠেছেন অনেকেই। সকলের একটাই প্রশ্ন, এ কী অবস্থা কাম্বলির?
advertisement
3/6
একসময় সচিন তেন্ডুলকরের সমান প্রকিভাবান মনে করা হত তাঁকে। কিন্তু খ্যাতির বিড়ম্বনা মনে হয় এমনই হয়। নিজেকে সামলাতে না পারা, মদ্যপানের আসক্তি, উচ্ছৃঙ্খল জীবনযাপন মানুষকে কোন পরিণতির দিকে ঠেলে দিতে পারে তার জ্বলজ্যান্ত উদাহরণ কাম্বলি।
একসময় সচিন তেন্ডুলকরের সমান প্রকিভাবান মনে করা হত তাঁকে। কিন্তু খ্যাতির বিড়ম্বনা মনে হয় এমনই হয়। নিজেকে সামলাতে না পারা, মদ্যপানের আসক্তি, উচ্ছৃঙ্খল জীবনযাপন মানুষকে কোন পরিণতির দিকে ঠেলে দিতে পারে তার জ্বলজ্যান্ত উদাহরণ কাম্বলি।
advertisement
4/6
কাম্বলির এই পরিস্থিতিতে আগেই পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন কপিল দেব। এক সাক্ষাৎকারে কপিল দেব বলেছেন, "আমাদের সকলকে বিনোদ কাম্বলির পাশে থাকা উচিত। আমরা যতটা না তাঁর পাশে থাকব তাঁকে নিজেকে নিজের পাশে থাকতে হবে সুস্থ জীবনে ফেরার জন্য। তাঁকে দেখে আমরা খুবই দুঃখিত। আমরা চাই তার কাছের বন্ধুরা কাম্বলির সঙ্গে বেশি করে সময় কাটাক ও তাঁকে সুস্থ জীবনে ফেরার পরামর্শ দিক।"
কাম্বলির এই পরিস্থিতিতে আগেই পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন কপিল দেব। এক সাক্ষাৎকারে কপিল দেব বলেছেন, "আমাদের সকলকে বিনোদ কাম্বলির পাশে থাকা উচিত। আমরা যতটা না তাঁর পাশে থাকব তাঁকে নিজেকে নিজের পাশে থাকতে হবে সুস্থ জীবনে ফেরার জন্য। তাঁকে দেখে আমরা খুবই দুঃখিত। আমরা চাই তার কাছের বন্ধুরা কাম্বলির সঙ্গে বেশি করে সময় কাটাক ও তাঁকে সুস্থ জীবনে ফেরার পরামর্শ দিক।"
advertisement
5/6
এছাড়াও কপিল দেব বলেন, আমি চাই সে ফের রিহ্যাবে যাক। মাঠের মতই নিজের জীবনেপ লড়াইয়ে সেরাটা দিয়ে চেষ্টা করুক ও সুস্থ জীবনে ফিরুক। আমরা কীভাবে তাঁকে সাহায্য করতে পারি সেটা আলোচনা করে ঠিক করতে হবে। তবে আমরা কাম্বলির পাশে আছি।"
এছাড়াও কপিল দেব বলেন, আমি চাই সে ফের রিহ্যাবে যাক। মাঠের মতই নিজের জীবনেপ লড়াইয়ে সেরাটা দিয়ে চেষ্টা করুক ও সুস্থ জীবনে ফিরুক। আমরা কীভাবে তাঁকে সাহায্য করতে পারি সেটা আলোচনা করে ঠিক করতে হবে। তবে আমরা কাম্বলির পাশে আছি।"
advertisement
6/6
৮৩-র বিশ্বকাপ জয়ী দলের অপর সদস্য সুনীল গাভাসকর বলেছেন,"১৯৮৩ সালে যে দল বিশ্বকাপ জিতেছিল, সেই দলের ক্রিকেটারেরা পরের প্রজন্মকে খুবই স্নেহ করে। আমার কাছে তো ওরা নাতির মতো। কেউ কেউ আমার ছেলের বয়সি। আমরা ওদের সকলের খেয়াল রাখি। আমরা কাম্বলির পাশে দাঁড়াতে চাই। আমরা সেই সব ক্রিকেটারের পাশে দাঁড়াতে চাই, যাঁদের ভাগ্য সঙ্গ দিচ্ছে না।"
৮৩-র বিশ্বকাপ জয়ী দলের অপর সদস্য সুনীল গাভাসকর বলেছেন,"১৯৮৩ সালে যে দল বিশ্বকাপ জিতেছিল, সেই দলের ক্রিকেটারেরা পরের প্রজন্মকে খুবই স্নেহ করে। আমার কাছে তো ওরা নাতির মতো। কেউ কেউ আমার ছেলের বয়সি। আমরা ওদের সকলের খেয়াল রাখি। আমরা কাম্বলির পাশে দাঁড়াতে চাই। আমরা সেই সব ক্রিকেটারের পাশে দাঁড়াতে চাই, যাঁদের ভাগ্য সঙ্গ দিচ্ছে না।"
advertisement
advertisement
advertisement