East Bardhaman News: সুখবর! এবার বাড়িতে বসেই পেয়ে যাবেন ফুলের চারা! কীভাবে অর্ডার করবেন অনলাইনে, জানুন
- Published by:Riya Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
East Bardhaman News: আর শুধু অফলাইনেই নয়, এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে গাছের চারা। এই এলাকার চারা গাছ শুধু জেলার মধ্যেই নয়, রাজ্যের সীমানা পেরিয়ে পৌঁছে যায় বিভিন্ন ভিনরাজ্যে।
আর শুধু অফলাইনেই নয়, এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে গাছের চারা। পূর্বস্থলীর নার্সারিগুলি ক্রমশ আধুনিক কৌশলে এগোচ্ছে। পূর্ব বর্ধমান তথা গোটা রাজ্যের নার্সারি শিল্পের নাম এলেই সবার আগে মনে পড়ে পূর্বস্থলীর কথা। এখানকার প্রায় প্রতিটি পরিবারই কোন না কোনভাবে যুক্ত এই শিল্পের সঙ্গে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
এবার সেই পুরনো শিল্পে যুক্ত হয়েছে নতুনত্বের ছোঁয়া। চাইলে যে কেউ ঘরে বসে অনলাইন অর্ডার করলেই বাড়ির দরজায় পৌঁছে যাচ্ছে গাছের চারা। ব্যবসার বিস্তার ঘটাতেই নার্সারি মালিকরা বেছে নিয়েছেন এই ডিজিটাল পদ্ধতি। পূর্বস্থলীর বেশ কয়েকটি নার্সারি কর্তৃপক্ষ জানিয়েছেন, এই উদ্যোগে বিক্রি আরও বেড়েছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
পূর্বস্থলীর নার্সারিগুলি ঘুরে দেখলে প্রায় সব ধরনের গাছই মিলবে। এখন এখানে বিভিন্ন প্রজাতির বিদেশি গাছের চারারও ব্যাপক চাহিদা। বিদেশি প্রজাতির গাছ কিনতে প্রতিদিনই ভিড় বেড়েই চলেছে। এক কথায় বললে, এই অঞ্চলের বহু মানুষের জীবিকা এখন পুরোপুরি নির্ভরশীল নার্সারি শিল্পের উপর। পাশাপাশি অনলাইন বিপণন আরও বাড়িয়ে দিচ্ছে বিক্রির পরিধি।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী








