*আজ ২৯ এপ্রিল, শনিবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৩ ডিগ্রি, যা স্বাভাবিক থেকে ১ ডিগ্রি কম। এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। দিঘা ও তার সংলগ্ন এলাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ। এ দিন দুপুরের পর দিঘায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
*এগরা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুর জেলায় আজ কালবৈশাখীর ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী শনি এবং রবিবারের পাশাপাশি মে মাসের প্রথম কয়েকদিন দিঘা-সহ জেলায় কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফাইল ছবি।