ঘোর অন্ধকার, আকাশ কাঁপিয়ে ঝেঁপে আসছে বৃষ্টি! ৬ জেলায় 'দুর্যোগ' লাগাতার...কী হবে কলকাতায়? বড় আপডেট!
- Published by:Tias Banerjee
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Weekly Weather Update 26 July to 31st July সপ্তাহজুড়ে দাপট দেখাতে পারে মেঘ আর বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে সপ্তাহের মাঝামাঝি সময়ে। দেখে নিন আবহাওয়ার আপডেট।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দক্ষিণবঙ্গের বৃষ্টি ক্যালেন্ডার: 🔹 শনিবার (আজ): পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। 🔹 রবিবার: ভারী বৃষ্টির আশঙ্কা কম, তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায়। 🔹 সোমবার: ভারী বৃষ্টি সম্ভাব্য জেলাগুলি—পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। 🔹 মঙ্গলবার: নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 🔹 বুধবার: বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। 🔹 বৃহস্পতিবার: বৃষ্টির পরিমাণ কমবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
উত্তরবঙ্গের পূর্বাভাস: 🔸 শনিবার (আজ): কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 🔸 রবিবার: আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। 🔸 সোমবার: কালিম্পং, মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। 🔸 মঙ্গলবার ও বুধবার: বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। 🔸 বৃহস্পতিবার: আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। 🔸 শুক্রবার: উত্তরবঙ্গের ‘পাঁচ রত্ন’—দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি—সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।