ঘোর অন্ধকার, আকাশ কাঁপিয়ে ঝেঁপে আসছে বৃষ্টি! ৬ জেলায় 'দুর্যোগ' লাগাতার...কী হবে কলকাতায়? বড় আপডেট!

Last Updated:
Weekly Weather Update 26 July to 31st July সপ্তাহজুড়ে দাপট দেখাতে পারে মেঘ আর বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে সপ্তাহের মাঝামাঝি সময়ে। দেখে নিন আবহাওয়ার আপডেট।
1/9
ফের ঝড়-বৃষ্টির সতর্কতা, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে ৬ জেলায় দমকা হাওয়ার আশঙ্কা! আগামী দু’তিন ঘণ্টার মধ্যেই রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হতে পারে—এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
ফের ঝড়-বৃষ্টির সতর্কতা, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে ৬ জেলায় দমকা হাওয়ার আশঙ্কা ! আগামী দু’তিন ঘণ্টার মধ্যেই রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হতে পারে—এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/9
দুই দফায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মোট ৬টি জেলায়।প্রথমত, হাওড়া, পূর্ব মেদিনীপুর, এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রপাতের আশঙ্কাও থাকছে।
দুই দফায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মোট ৬টি জেলায়। প্রথমত, হাওড়া, পূর্ব মেদিনীপুর, এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রপাতের আশঙ্কাও থাকছে।
advertisement
3/9
অন্য দিকে, হুগলি, নদীয়া, এবং উত্তর ২৪ পরগনা জেলাতেও একই রকম আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এখানেও বজ্রবিদ্যুৎসহ ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।সকলকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
অন্য দিকে, হুগলি, নদীয়া, এবং উত্তর ২৪ পরগনা জেলাতেও একই রকম আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এখানেও বজ্রবিদ্যুৎসহ ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সকলকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
4/9
নিম্নচাপ সরে উত্তর ছত্রিশগড়ে। আগামীকাল আরও সরে পূর্ব মধ্যপ্রদেশে চলে যাবে। শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে বঙ্গে।
নিম্নচাপ সরে উত্তর ছত্রিশগড়ে। আগামীকাল আরও সরে পূর্ব মধ্যপ্রদেশে চলে যাবে। শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।  তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে বঙ্গে।
advertisement
5/9
মৌসুমী অবস্থান:মৌসুমী অক্ষরেখা বর্তমানে ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া ও কাঁথি হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষা।
মৌসুমী অবস্থান: মৌসুমী অক্ষরেখা বর্তমানে ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া ও কাঁথি হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষা।
advertisement
6/9
নিম্নচাপ ও মৎস্যজীবীদের সতর্কতা:নিম্নচাপ সরে যাওয়ায় আপাতত সমুদ্র পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে আজ ও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বে মঙ্গলবার পর্যন্ত এই সতর্কতা ছিল।
নিম্নচাপ ও মৎস্যজীবীদের সতর্কতা: নিম্নচাপ সরে যাওয়ায় আপাতত সমুদ্র পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে আজ ও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বে মঙ্গলবার পর্যন্ত এই সতর্কতা ছিল।
advertisement
7/9
বর্ষার প্রবাহ (Monsoon Flow):বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। এর প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, তবে বৃহস্পতিবার থেকে কমার সম্ভাবনা।
বর্ষার প্রবাহ (Monsoon Flow): বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। এর প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, তবে বৃহস্পতিবার থেকে কমার সম্ভাবনা।
advertisement
8/9
দক্ষিণবঙ্গের বৃষ্টি ক্যালেন্ডার:🔹 শনিবার (আজ):
পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।

🔹 রবিবার:
ভারী বৃষ্টির আশঙ্কা কম, তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায়।

🔹 সোমবার:
ভারী বৃষ্টি সম্ভাব্য জেলাগুলি—পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া।

🔹 মঙ্গলবার:
নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

🔹 বুধবার:
বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস।

🔹 বৃহস্পতিবার:
বৃষ্টির পরিমাণ কমবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের বৃষ্টি ক্যালেন্ডার: 🔹 শনিবার (আজ): পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। 🔹 রবিবার: ভারী বৃষ্টির আশঙ্কা কম, তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায়। 🔹 সোমবার: ভারী বৃষ্টি সম্ভাব্য জেলাগুলি—পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। 🔹 মঙ্গলবার: নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 🔹 বুধবার: বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। 🔹 বৃহস্পতিবার: বৃষ্টির পরিমাণ কমবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
9/9
উত্তরবঙ্গের পূর্বাভাস:🔸 শনিবার (আজ):
কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

🔸 রবিবার:
আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে।

🔸 সোমবার:
কালিম্পং, মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস।

🔸 মঙ্গলবার ও বুধবার:
বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

🔸 বৃহস্পতিবার:
আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা।

🔸 শুক্রবার:
উত্তরবঙ্গের ‘পাঁচ রত্ন’—দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি—সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের পূর্বাভাস: 🔸 শনিবার (আজ): কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 🔸 রবিবার: আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। 🔸 সোমবার: কালিম্পং, মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। 🔸 মঙ্গলবার ও বুধবার: বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। 🔸 বৃহস্পতিবার: আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। 🔸 শুক্রবার: উত্তরবঙ্গের ‘পাঁচ রত্ন’—দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি—সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
advertisement
advertisement
advertisement