Weather Update: কয়েক পশলা বৃষ্টির জন্য অপেক্ষায় গোটা জেলা! কিন্তু আবারও মনখারাপের খবর শোনাল আবহাওয়া দফতর
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Weather Update|| তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪৫ ডিগ্রিরও বেশি। আবারো ভয়ংকর দিন আসতে চলেছে বাঁকুড়া জেলার এমনটাই মনে করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে।
advertisement
বৃষ্টিপাতের কারণে রেহাই পেয়েছিল বাঁকুড়া জেলা। এদিকে গোটা রাজ্য যখন মোকার কারণে তাকিয়ে আবহাওয়া দফতরের দিকে সেখানে আবারও সূর্যের তাপে পুড়ছে বাঁকুড়া জেলা। চলতি সপ্তাহের সোমবার থেকেই শুরু হয়েছিল তাপমাত্রা বৃদ্ধি। সেই ধারা অব্যাহত রেখে আজ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১ ডিগ্রি থেকে ৪২ ডিগ্রির মাঝে।
advertisement
advertisement
advertisement
এদিন সূর্যোদয় হয়ে ভোর পাঁচটা বেজে ২ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ছটা বেজে ১৩ মিনিটে। সূত্রের খবর অনুযায়ী আজ সারাদিন বাঁকুড়ায় অতি বেগুনি রশ্মির পরিমাণ মাঝারি থেকে অত্যাধিক বেশির মধ্যে থাকবে। পশ্চিম থেকে পূর্বে প্রায় ১১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে বাতাস। এই বাতাস বেলা বাড়লে গরম বাতাসে পরিণত হবে।
advertisement
গরম বাড়তে না বাড়তেই আবার কমতে শুরু করেছে বায়ুতে আদ্রতার পরিমাণ। গতকালের তুলনায় সূচক কমেছে বেশ খানিকটা, আদ্রতার কাঁটা এই মুহূর্তে ৪৮ শতাংশে। বাঁকুড়া জেলার বায়ুর গুণগতমান বিগত কয়েক মাসে। আজ সেই সূচক পার করে গেছে ১০০, মাঝারি দূষিত বাঁকুড়ার বায়ু। মোকার প্রভাব যদি বাঁকুড়া জেলায় পড়ে তাহলে গরমিল হতে পারে এই সমীকরণে। তবে সাধারণভাবে তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা পৌঁছে যাবে ৪৫ ডিগ্রির কাছাকাছি এটাই আপাতত পূর্বাভাস।