Jhargram News : ঝাড়গ্রাম বেড়াতে এসে মধ্যাহ্নভোজন করুন ঝাড়গ্রাম রাজবাড়িতে, রয়েছে রাজকীয় থালি
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Buddhadev Bera
Last Updated:
এই শীতের মরশুমে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম বেড়াতে এসে ঝাড়গ্রাম রাজবাড়ীতে মধ্যাহ্নভোজন করার ইচ্ছা থাকলে পর্যটকদের জন্য রয়েছে রাজকীয় থালির ব্যবস্থা।
বেড়াতে এসে দুপুরের মধ্যাহ্নভোজন করতে চাইছেন রাজ বাড়িতে। বিশেষ অতিথি আপ্যায়নের সঙ্গে মধ্যাহ্নভোজনের পাশাপাশি পেয়ে যাবেন রাজকীয় খাবারের সুখ। রাজবাড়ির সুস্বাদু ১০ থেকে ১৫ রকমের পদের রান্না নিয়ে আপনার কাছে হাজির হবে রাজবাড়ির রাধুনিরা। বড় কাঁসার থালায় সাজানো থাকবে হরেক রকমের মুখরোচক রান্না। দেখে চোখের খিদের পাশাপাশি মিটবে আপনার পেটেরও খিদে।
advertisement
advertisement
রাজকীয় থালিতে থাকছে লম্বা চালের সাদা ভাত , ঘী, বেগুন সহ ৩ রকমের ভাজা , লেবু , স্যালাড , সুক্ত , ডাল , একটি সবজি , মাছ , দেশি মুরগির মাংস , পাপড়, দই , মিষ্টি । এই সমস্ত খাবারগুলি বড় কাঁসার থালায় পরিবেশনের করার পাশাপাশি জলও দেওয়া হয় কাঁসার গ্লাসে। কেননা আগেকার দিনে রাজা মহারাজ যে সমস্ত থালাবাসন ব্যবহার করত তারই ছোঁয়া রয়েছে এই রাজকীয় থালিতে।
advertisement
ঝাড়গ্রাম প্যালেসের ম্যানেজার রিমলি নন্দী ব্যানার্জি বলেন,"রাজকীয় থালির খুবই চাহিদা রয়েছে। যে সমস্ত পর্যটক ঝাড়গ্রাম বেড়াতে আসছেন এবং তারা রাজবাড়ির অতিথিশালায় রাত্রি যাপন করছেন তারা কিন্তু দুপুরের মধ্যাহ্নভোজনে রাজকীয় থালি খাবার খেতে বেশি পছন্দ করে। এছাড়াও যারা একদিনের জন্য ঝাড়গ্রাম বেড়াতে আসছেন তারাও কিন্তু ঝাড়গ্রাম রাজবাড়িতে এসে এই রাজকীয় থালির খাবার খেয়ে যাচ্ছেন"।
advertisement
advertisement