Vidyasagar Mela: বিদ্যাসাগরের আদর্শে আলোকিত মেদিনীপুর! শুরু হয়ে গেল ঐতিহ্যবাহী বিদ্যাসাগর মেলা, জেলা জুড়ে উৎসবের আবহ

Last Updated:
Vidyasagar Mela: মেলার প্রথম দিন থেকেই প্রচুর দর্শনার্থীর সমাগম লক্ষ্য করা যাচ্ছে। পরিবার নিয়ে মেলায় ভিড় জমাচ্ছেন অনেক মানুষ। যুব সমাজের মধ্যেও বিদ্যাসাগরের জীবন ও কর্ম সম্পর্কে জানার আগ্রহ দেখা যাচ্ছে।
1/6
বর্ণপরিচয়ের স্রষ্টা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিকে ঘিরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মেলা। বিদ্যাসাগর ছিলেন যুগপুরুষ সমাজসংস্কারক। তাঁর মানবিক আদর্শ আজও মানুষকে পথ দেখায়। সেই আদর্শকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের প্রতাপদিঘীতে শুরু হল প্রতাপদিঘী বিদ্যাসাগর মেলা। এলাকাবাসীরা প্রতিবছর এই মেলার অপেক্ষায় থাকেন। (ছবি ও তথ্যঃ মদন মাইতি)
বর্ণপরিচয়ের স্রষ্টা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিকে ঘিরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মেলা। বিদ্যাসাগর ছিলেন যুগপুরুষ সমাজসংস্কারক। তাঁর মানবিক আদর্শ আজও মানুষকে পথ দেখায়। সেই আদর্শকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের প্রতাপদিঘীতে শুরু হল প্রতাপদিঘী বিদ্যাসাগর মেলা। এলাকাবাসীরা প্রতিবছর এই মেলার অপেক্ষায় থাকেন। (ছবি ও তথ্যঃ মদন মাইতি)
advertisement
2/6
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী নন্দীসানন্দজি মহারাজ। উদ্বোধনী মঞ্চে বিদ্যাসাগরের শিক্ষা ও যুক্তিবাদের কথা তুলে ধরা হয়। মানবিক সমাজ গঠনের বার্তাও দেওয়া হয়। শুরুর দিন থেকেই মেলাপ্রাঙ্গণে মানুষের ভিড় চোখে পড়ার মতো। উৎসবে মেতে উঠেছেন জেলা সহ পার্শ্ববর্তী জেলার মানুষ।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী নন্দীসানন্দজি মহারাজ। উদ্বোধনী মঞ্চে বিদ্যাসাগরের শিক্ষা ও যুক্তিবাদের কথা তুলে ধরা হয়। মানবিক সমাজ গঠনের বার্তাও দেওয়া হয়। শুরুর দিন থেকেই মেলাপ্রাঙ্গণে মানুষের ভিড় চোখে পড়ার মতো। উৎসবে মেতে উঠেছেন জেলা সহ পার্শ্ববর্তী জেলার মানুষ।
advertisement
3/6
মেলার প্রথম দিন থেকেই প্রচুর দর্শনার্থীর সমাগম লক্ষ্য করা যাচ্ছে। শুধু পূর্ব মেদিনীপুর নয়, পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুর থেকেও ভিড় জমেছে। পরিবার নিয়ে মেলায় ভিড় জমাচ্ছেন অনেক মানুষ। যুব সমাজের মধ্যেও বিদ্যাসাগরের জীবন ও কর্ম সম্পর্কে জানার আগ্রহ দেখা যাচ্ছে।
মেলার প্রথম দিন থেকেই প্রচুর দর্শনার্থীর সমাগম লক্ষ্য করা যাচ্ছে। শুধু পূর্ব মেদিনীপুর নয়, পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুর থেকেও ভিড় জমেছে। পরিবার নিয়ে মেলায় ভিড় জমাচ্ছেন অনেক মানুষ। যুব সমাজের মধ্যেও বিদ্যাসাগরের জীবন ও কর্ম সম্পর্কে জানার আগ্রহ দেখা যাচ্ছে।
advertisement
4/6
মেলাপ্রাঙ্গণে বিদ্যাসাগরের স্মৃতিকে তুলে ধরতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে তাঁর শিক্ষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে। সমাজ সংস্কারের নানা দিকও দেখানো হচ্ছে। দোকানের পাশাপাশি বিদ্যাসাগরের স্মৃতির পাশেও ভিড় জমেছে। ছোটরাও বিদ্যাসাগরকে জানার সুযোগ পাচ্ছেন। আয়োজকদের মতে, এই প্রদর্শনী তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়াচ্ছে।
মেলাপ্রাঙ্গণে বিদ্যাসাগরের স্মৃতিকে তুলে ধরতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে তাঁর শিক্ষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে। সমাজ সংস্কারের নানা দিকও দেখানো হচ্ছে। দোকানের পাশাপাশি বিদ্যাসাগরের স্মৃতির পাশেও ভিড় জমেছে। ছোটরাও বিদ্যাসাগরকে জানার সুযোগ পাচ্ছেন। আয়োজকদের মতে, এই প্রদর্শনী তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়াচ্ছে।
advertisement
5/6
আয়োজক কমিটির তরফে উৎপল বিকাশ দাস বলেন,
আয়োজক কমিটির তরফে উৎপল বিকাশ দাস বলেন, "এই বছর মেলা ৩১ বছরে পা দিল। প্রতিবছর এই মেলা যুব সমাজকে বড় বার্তা দেয়। বিদ্যাসাগরের আদর্শ আজও প্রাসঙ্গিক। নারীশিক্ষা ও মানবিকতার গুরুত্ব এখানে তুলে ধরা হয়। সমাজের প্রতি দায়িত্ববোধ শেখানো হয়। তরুণদের সঠিক পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় এই মেলা।"
advertisement
6/6
আগামী ১২ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিনই থাকছে নানা সামাজিক কর্মসূচি। শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজসেবামূলক কাজও করা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় যাত্রাপালা। বিদ্যাসাগরের স্মৃতির পাশাপাশি লোকসংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরাই এই মেলার মূল উদ্দেশ্য। (ছবি ও তথ্যঃ মদন মাইতি)
আগামী ১২ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিনই থাকছে নানা সামাজিক কর্মসূচি। শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজসেবামূলক কাজও করা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় যাত্রাপালা। বিদ্যাসাগরের স্মৃতির পাশাপাশি লোকসংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরাই এই মেলার মূল উদ্দেশ্য। (ছবি ও তথ্যঃ মদন মাইতি)
advertisement
advertisement
advertisement