Bhai Phonta 2024 Market Price: রাত পোহালেই ভাইফোঁটা, সাতসকালে বাজার যাওয়ার আগেই জানুন ইলিশ-চিংড়ি-মাংস-সবজির দাম
- Reported by:Nayan Ghosh
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bhai Phonta 2024 Market Price: ভাইফোঁটার আগে থেকেই মাছের বাজারের দিকে নজর রয়েছে আমজনতার। বিশেষ করে ইলিশ, চিংড়ি, পমফ্রেটের মতো মাছের দিকে নজর রয়েছে সকলের। বাজারে পর্যাপ্ত পরিমাণে রয়েছে এই মাছ।
*বিগত কয়েক মাস ধরেই শাক সবজির বাজার অগ্নিমূল্য। মাছের দামও খানিকটা বেশি। পুজোর সময় দাম বেড়েছিল আরও কিছুটা। খুব স্বাভাবিকভাবেই ভাইফোঁটার আগে বাজারে দাম ব্যাপক বৃদ্ধির আশঙ্কা রয়েছে ক্রেতাদের। তাই আগে থেকে বাজার করে রাখতে ভিড় আসানসোল, দুর্গাপুরের বিভিন্ন ছোটবড় বাজারে। প্রতিবেদনঃ নয়ন ঘোষ। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







