Bhai Phonta 2024 Market Price: রাত পোহালেই ভাইফোঁটা, সাতসকালে বাজার যাওয়ার আগেই জানুন ইলিশ-চিংড়ি-মাংস-সবজির দাম

Last Updated:
Bhai Phonta 2024 Market Price: ভাইফোঁটার আগে থেকেই মাছের বাজারের দিকে নজর রয়েছে আমজনতার। বিশেষ করে ইলিশ, চিংড়ি, পমফ্রেটের মতো মাছের দিকে নজর রয়েছে সকলের। বাজারে পর্যাপ্ত পরিমাণে রয়েছে এই মাছ।
1/6
*বিগত কয়েক মাস ধরেই শাক সবজির বাজার অগ্নিমূল্য। মাছের দামও খানিকটা বেশি। পুজোর সময় দাম বেড়েছিল আরও কিছুটা। খুব স্বাভাবিকভাবেই ভাইফোঁটার আগে বাজারে দাম ব্যাপক বৃদ্ধির আশঙ্কা রয়েছে ক্রেতাদের। তাই আগে থেকে বাজার করে রাখতে ভিড় আসানসোল, দুর্গাপুরের বিভিন্ন ছোটবড় বাজারে। প্রতিবেদনঃ নয়ন ঘোষ। সংগৃহীত ছবি। 
*বিগত কয়েক মাস ধরেই শাক সবজির বাজার অগ্নিমূল্য। মাছের দামও খানিকটা বেশি। পুজোর সময় দাম বেড়েছিল আরও কিছুটা। খুব স্বাভাবিকভাবেই ভাইফোঁটার আগে বাজারে দাম ব্যাপক বৃদ্ধির আশঙ্কা রয়েছে ক্রেতাদের। তাই আগে থেকে বাজার করে রাখতে ভিড় আসানসোল, দুর্গাপুরের বিভিন্ন ছোটবড় বাজারে। প্রতিবেদনঃ নয়ন ঘোষ। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*যদিও বিক্রেতারা বলছেন, ভাইফোঁটার আগের দিন অর্থাৎ শনিবার পর্যন্ত দামে খুব বেশি হেরফের হয়নি বরং টম্যাটোর দাম খানিকটা কমেছে। ফুলকপি, বাঁধাকপির মতো সবজির দাম রয়েছে সাধ্যের মধ্যে। সংগৃহীত ছবি। 
*যদিও বিক্রেতারা বলছেন, ভাইফোঁটার আগের দিন অর্থাৎ শনিবার পর্যন্ত দামে খুব বেশি হেরফের হয়নি বরং টম্যাটোর দাম খানিকটা কমেছে। ফুলকপি, বাঁধাকপির মতো সবজির দাম রয়েছে সাধ্যের মধ্যে। সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*মোটামুটিভাবে কিছুদিন যাবত আলুর যা দাম ছিল, সেই দামই রয়েছে। তবে ভাই ফোঁটার দিন রবিবার দাম কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে বিক্রেতা থেকে ক্রেতা, উভয়েরই। সংগৃহীত ছবি। 
*মোটামুটিভাবে কিছুদিন যাবত আলুর যা দাম ছিল, সেই দামই রয়েছে। তবে ভাই ফোঁটার দিন রবিবার দাম কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে বিক্রেতা থেকে ক্রেতা, উভয়েরই। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*ভাইফোঁটার আগে থেকেই মাছের বাজারের দিকে নজর রয়েছে আমজনতার। বিশেষ করে ইলিশ, চিংড়ি, পমফ্রেটের মতো মাছের দিকে নজর রয়েছে সকলের। বাজারে পর্যাপ্ত পরিমাণে রয়েছে এই মাছ। সংগৃহীত ছবি। 
*ভাইফোঁটার আগে থেকেই মাছের বাজারের দিকে নজর রয়েছে আমজনতার। বিশেষ করে ইলিশ, চিংড়ি, পমফ্রেটের মতো মাছের দিকে নজর রয়েছে সকলের। বাজারে পর্যাপ্ত পরিমাণে রয়েছে এই মাছ। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*ছোট মাপের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। তবে এক কেজি ওজনের ইলিশ কিনতে গেলে ১৮০০ থেকে ২০০০ টাকা খরচ করতে হবে ক্রেতাদের। ছোট মাপের চিংড়ি বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি করে। এছাড়াও রুই কাতলার মতো মাছেরও ব্যাপক চাহিদা রয়েছে। সংগৃহীত ছবি। 
*ছোট মাপের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। তবে এক কেজি ওজনের ইলিশ কিনতে গেলে ১৮০০ থেকে ২০০০ টাকা খরচ করতে হবে ক্রেতাদের। ছোট মাপের চিংড়ি বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি করে। এছাড়াও রুই কাতলার মতো মাছেরও ব্যাপক চাহিদা রয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*ভিড় বাড়তে শুরু করেছে ছোট বড় বিভিন্ন মিষ্টির দোকানে। কারিগররা ইতিমধ্যে ভাইফোঁটা উপলক্ষে নানা রকম একটি সম্ভার সাজিয়ে রেখেছেন। ভাই, দাদার পাত নানারকম মিষ্টিতে সাজিয়ে দিতে বোনেরা দোকানে লাইন দিয়েছেন। সংগৃহীত ছবি।
*ভিড় বাড়তে শুরু করেছে ছোট বড় বিভিন্ন মিষ্টির দোকানে। কারিগররা ইতিমধ্যে ভাইফোঁটা উপলক্ষে নানা রকম একটি সম্ভার সাজিয়ে রেখেছেন। ভাই, দাদার পাত নানারকম মিষ্টিতে সাজিয়ে দিতে বোনেরা দোকানে লাইন দিয়েছেন। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement