Vande Bharat Express : পানাগড়ে ঠাঁয় দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস, ওঠানামা করছেন যাত্রীরা! হঠাৎ কী হল?

Last Updated:
Saraswati Puja 2024: কিন্তু হঠাৎ কী এমন হল? কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকল বন্দে ভারত এক্সপ্রেস!
1/6
আসানসোল, দুর্গাপুর স্টপেজ পেলেও 'বন্দে ভারতের' স্টপেজ পাইনি পানাগড়। যা নিয়ে বড় আক্ষেপ রয়েছে পানাগড়বাসীর।
আসানসোল, দুর্গাপুর স্টপেজ পেলেও 'বন্দে ভারতের' স্টপেজ পাইনি পানাগড়। যা নিয়ে বড় আক্ষেপ রয়েছে পানাগড়বাসীর।
advertisement
2/6
কিন্তু পানাগড় স্টেশনে ঠায় দাঁড়িয়ে রইল বন্দে ভারত এক্সপ্রেস। লাগাতার সেখান থেকে ওঠানামা করলেন যাত্রীরা। বন্দে ভারত এক্সপ্রেস দেখতে ভিড় জমালেন স্থানীয় বহু মানুষ।
কিন্তু পানাগড় স্টেশনে ঠায় দাঁড়িয়ে রইল বন্দে ভারত এক্সপ্রেস। লাগাতার সেখান থেকে ওঠানামা করলেন যাত্রীরা। বন্দে ভারত এক্সপ্রেস দেখতে ভিড় জমালেন স্থানীয় বহু মানুষ।
advertisement
3/6
কিন্তু হঠাৎ কি এমন হল? কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকল বন্দে ভারত এক্সপ্রেস? আসলে সবকিছুই এক শিল্পীর কেরামতি। তার জন্যই পানাগড় স্টেশনে ঠাঁই দাঁড়িয়ে বন্দে ভারত।
কিন্তু হঠাৎ কি এমন হল? কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকল বন্দে ভারত এক্সপ্রেস? আসলে সবকিছুই এক শিল্পীর কেরামতি। তার জন্যই পানাগড় স্টেশনে ঠাঁই দাঁড়িয়ে বন্দে ভারত।
advertisement
4/6
কাঁকসার মাধব মাঠ শিবাজী সংঘ ক্লাব। সরস্বতী পুজোয় এবার তারা তুলে এনেছেন আস্ত একটা এক্সপ্রেস। বন্দে ভারতের আদলে তৈরি হয়েছে থিম। সেমি হাইস্পিড এই ট্রেনটির সামনে হয়েছে বাগদেবীর আরাধনা।
কাঁকসার মাধব মাঠ শিবাজী সংঘ ক্লাব। সরস্বতী পুজোয় এবার তারা তুলে এনেছেন আস্ত একটা এক্সপ্রেস। বন্দে ভারতের আদলে তৈরি হয়েছে থিম। সেমি হাইস্পিড এই ট্রেনটির সামনে হয়েছে বাগদেবীর আরাধনা।
advertisement
5/6
বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে যে আক্ষেপ স্থানীয়দের ছিল, তা মেটাতেই এই উদ্যোগ। পুজো কমিটির সদস্য শ্যামল মেটে বলছেন, এবছর থিম নিয়ে তারা চিন্তাভাবনা করছিলেন। তখনই মাথায় আছে বন্দে ভারতের কথা। যা প্রকাশ পেয়েছে থিম রূপে।
বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে যে আক্ষেপ স্থানীয়দের ছিল, তা মেটাতেই এই উদ্যোগ। পুজো কমিটির সদস্য শ্যামল মেটে বলছেন, এবছর থিম নিয়ে তারা চিন্তাভাবনা করছিলেন। তখনই মাথায় আছে বন্দে ভারতের কথা। যা প্রকাশ পেয়েছে থিম রূপে।
advertisement
6/6
কেদারনাথ থেকে রামমন্দির, সমস্ত কিছুই এখন থিমে উঠে আসছে। তারমধ্যে ভারতীয় রেলের গৌরব এই বন্দে ভারত এক্সপ্রেস এক অভিনব থিম বলেই জানিয়েছেন দর্শকরা। যা দেখতে উপচে পড়েছে ভিড়।
কেদারনাথ থেকে রামমন্দির, সমস্ত কিছুই এখন থিমে উঠে আসছে। তারমধ্যে ভারতীয় রেলের গৌরব এই বন্দে ভারত এক্সপ্রেস এক অভিনব থিম বলেই জানিয়েছেন দর্শকরা। যা দেখতে উপচে পড়েছে ভিড়।
advertisement
advertisement
advertisement