Travel: পাহাড়ের কোলে ছবির মতো গ্রাম! কলকাতা থেকে বেশি দূর নয়, ছোট্ট ছুটিতে ঘুরে আসুন এই শীতেই

Last Updated:
শুশুনিয়া পাহাড়ের কোলে ছবির মত এক অরণ্য গ্রাম ভরতপুর। বেশ কয়েকজন পটুয়া শিল্পীর আদি বাসস্থান এই পটুয়া গ্রামে।
1/6
শুশুনিয়া পাহাড়ের কোলে ছবির মত এক অরণ্য গ্রাম ভরতপুর। বেশ কয়েকজন পটুয়া শিল্পীর আদি বাসস্থান এই পটুয়া গ্রামে।
শুশুনিয়া পাহাড়ের কোলে ছবির মত এক অরণ্য গ্রাম ভরতপুর। বেশ কয়েকজন পটুয়া শিল্পীর আদি বাসস্থান এই পটুয়া গ্রামে।
advertisement
2/6
কি দেখে মনে হচ্ছে না যেন একটি সুন্দর সাজানো রিসোর্টে চলে এসেছি। আবার কটেজ গুলোর সামনে আঁকা রয়েছে দৃষ্টিনন্দন পটচিত্র।
কি দেখে মনে হচ্ছে না যেন একটি সুন্দর সাজানো রিসোর্টে চলে এসেছি। আবার কটেজ গুলোর সামনে আঁকা রয়েছে দৃষ্টিনন্দন পটচিত্র।
advertisement
3/6
বাংলার প্রায় হারিয়ে যেতে বসা ‘বাঁকুড়া পটের’ শিল্পীদের গ্রাম ভরতপুর। এখানে মোট ১৮ ঘর চিত্রকর পরিবার থাকলেও তাঁদের মধ্যে ছবি আঁকেন কেবল ৯ জন।
বাংলার প্রায় হারিয়ে যেতে বসা ‘বাঁকুড়া পটের’ শিল্পীদের গ্রাম ভরতপুর। এখানে মোট ১৮ ঘর চিত্রকর পরিবার থাকলেও তাঁদের মধ্যে ছবি আঁকেন কেবল ৯ জন।
advertisement
4/6
শুশুনিয়ার পাহাড় তলিতে খুঁজে খুঁজে এরা বিভিন্ন রঙের পাথর জোগাড় করেন আর তারপর সেগুলি গুঁড়ো করে নিয়ে বিভিন্ন ধরণের রঙ প্রস্তুত করেন।
শুশুনিয়ার পাহাড় তলিতে খুঁজে খুঁজে এরা বিভিন্ন রঙের পাথর জোগাড় করেন আর তারপর সেগুলি গুঁড়ো করে নিয়ে বিভিন্ন ধরণের রঙ প্রস্তুত করেন।
advertisement
5/6
এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে রঙ তৈরি করেন বলে এদের আঁকা পটের রঙ বহুদিন অবিকৃত থাকে। ক্যেমিক্যাল রঙের মত অত উজ্জ্বলতা না থাকলেও এদের আঁকা পটে রয়েছে চোখের আরাম।
এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে রঙ তৈরি করেন বলে এদের আঁকা পটের রঙ বহুদিন অবিকৃত থাকে। ক্যেমিক্যাল রঙের মত অত উজ্জ্বলতা না থাকলেও এদের আঁকা পটে রয়েছে চোখের আরাম।
advertisement
6/6
অভাব , দারিদ্র্য এবং অশিক্ষার সঙ্গে সংগ্রাম করে যা প্রায় লুপ্ত হতে বসেছিল। তবে আবারও জীবনের মূল স্রোতে ফিরে এসেছে তারা।
অভাব , দারিদ্র্য এবং অশিক্ষার সঙ্গে সংগ্রাম করে যা প্রায় লুপ্ত হতে বসেছিল। তবে আবারও জীবনের মূল স্রোতে ফিরে এসেছে তারা।
advertisement
advertisement
advertisement