Train Cancelled: ট্রেন যাত্রীরা লিস্ট মিলিয়ে নিন! সাইক্লোন 'দানা' দাপিয়ে বেড়াবে, মেল-এক্সপ্রেস-দুরন্ত-বন্দে ভারত-সহ বাতিল ১৭১ টি দূরপাল্লার ট্রেন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
প্রচুর ট্রেন বাতিল, আপনার কাটা ট্রেনের টিকিট নেই তো? তাহলে সমস্যা পড়বেন৷ শুধু এক্সপ্রেস নয়, লোকালও রয়েছে তালিকায়৷
ঘূর্ণিঝড়ের আজ দক্ষিণবঙ্গেও, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ’ দানা '! ওড়িশার সঙ্গে পশ্চিমবঙ্গেও তার যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সারা বাংলা জুড়ে ঘূর্ণিঝড়ের মোকাবিলায় নেয়া হয়েছে সতর্কিমূলক পদক্ষেপ। এই বিপর্যয় মোকাবিলায় রেলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। মেল, এক্সপ্রেস, দুরন্ত, বন্দেভারত সহ বাতিল ১৭১ টি দূরপাল্লার ট্রেন। বাতিল বেশ কিছু লোকাল ট্রেনও। (রাকেশ মাইতি)
advertisement
advertisement
এরমধ্যে, বুধবার পুরী থেকে শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস এবং বৃহস্পতিবার কলকাতা থেকে পুরী , পুরী থেকে কলকাতা এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণপূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত মোট ১৫১ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।যার মধ্যে মঙ্গলবার কন্যাকুমারী থেকে ডিব্রুগড় এক্সপ্রেস বাতিল করা হয়।বুধবার ১৭ টি, বৃহস্পতিবার ৯৫ টি, শুক্রবার ৩৮ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।
advertisement
advertisement
মূলত, দিঘা, পুরী, জলেশ্বর, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, সেকেন্দ্রাবাদ,চেন্নাই সেন্ট্রাল অর্থাৎ ওড়িশা বা ওড়িশা কোস্টাল বেল্টের ওপর দিয়ে যেসব ট্রেন চলাচল করে সেইসব ট্রেনগুলো বাতিলের তালিকায় রয়েছে। সর্বপরি রেলের ডিভিশনাল ম্যানেজার সহ রেলের আধিকারিকরা বিপর্যয় মোকাবিলার বিষয়টি গুরুত্ব সহকারে মনিটরিং করছেন বলে জানান হয়েছে রেল সূত্রে। ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমস্ত দিক থেকে প্রস্তুত রেল।