Travel: নির্জন চরে পাতা সবুজ ঘাসের গালিচা! কলকাতার একেবারে কাছেই এই ঘোরার ঠিকানার খোঁজ জানেন কি?

Last Updated:
Tourist Spot Near Kolkata: ভ্রমণ পিপাসুদের জন‍্য আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে বেনাপোল চর। কলকাতার খুব কাছেই হাওড়ার এই নির্জন নদীর চরে বেড়াতে আসছেন প্রচুর মানুষ।
1/6
ভ্রমণ পিপাসুদের দারুন আকর্ষণে বেনাপোল চর! একদিন ও একবেলার ঘোড়ার আদর্শ হাওড়ার বেনাপুর।
ভ্রমণ পিপাসুদের দারুন আকর্ষণে বেনাপোল চর! একদিন ও একবেলার ঘোড়ার আদর্শ হাওড়ার বেনাপুর।
advertisement
2/6
ব্যস্ত জীবনে কয়েকঘন্টার অবসরে ঘুরতে যেতে সবার আগে খুব কাছের একটা স্থানের খোঁজ করেন। সেই দিক থেকে হাওড়া শহর ও কলকাতার মানুষের খুব প্রিয় এই চর। সেরকমই এক ডেস্টিনেশন হাওড়া জেলার বাগনানের বেনাপুর চর।
ব্যস্ত জীবনে কয়েকঘন্টার অবসরে ঘুরতে যেতে সবার আগে খুব কাছের একটা স্থানের খোঁজ করেন। সেই দিক থেকে হাওড়া শহর ও কলকাতার মানুষের খুব প্রিয় এই চর। সেরকমই এক ডেস্টিনেশন হাওড়া জেলার বাগনানের বেনাপুর চর।
advertisement
3/6
রূপনারায়ণের তীরে অবস্থিত বেনাপুরের সবুজ ঘাসের সুবিস্তীর্ণ চর যে-কারর মনকে জয় করবে তা আর বলার অপেক্ষা রাখে না।
রূপনারায়ণের তীরে অবস্থিত বেনাপুরের সবুজ ঘাসের সুবিস্তীর্ণ চর যে-কারর মনকে জয় করবে তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
4/6
কার্পেটের মত সবুজ ঘাসে ঢাকা ভূমি। তার মাঝে মাঝে সারমেলে দাঁড়িয়ে রয়েছে ঝিরঝিরে পাতার বাবলা গাছ। প্রকৃতির অমলিন সৌন্দর্য মিলবে এখানে।
কার্পেটের মত সবুজ ঘাসে ঢাকা ভূমি। তার মাঝে মাঝে সারমেলে দাঁড়িয়ে রয়েছে ঝিরঝিরে পাতার বাবলা গাছ। প্রকৃতির অমলিন সৌন্দর্য মিলবে এখানে।
advertisement
5/6
রোদ ঝলমল আকাশ চিকচিক করছে রূপনারায়ণ নদীর জল। তার কোলে এই সবুজে ঢাকা চরে মন খুলে শ্বাস নেবার স্থান।
রোদ ঝলমল আকাশ চিকচিক করছে রূপনারায়ণ নদীর জল। তার কোলে এই সবুজে ঢাকা চরে মন খুলে শ্বাস নেবার স্থান।
advertisement
6/6
রূপনারায়ণের পূর্ব তীরে হাওড়ার বাগনান ব্লকের বেনাপুর গ্রাম। নদীর তীরে জেগে ওঠা ভূমি এখন পর্যটকদের ভীষণ পছন্দের।
রূপনারায়ণের পূর্ব তীরে হাওড়ার বাগনান ব্লকের বেনাপুর গ্রাম। নদীর তীরে জেগে ওঠা ভূমি এখন পর্যটকদের ভীষণ পছন্দের।
advertisement
advertisement
advertisement