East Medinipur News: সেরার সেরা! রাজ্যের মানচিত্রে নজর কেড়েছে এগরার এই সব শিক্ষা-প্রতিষ্ঠান

Last Updated:
বেলদা–কাঁথি রাজ্য সড়কের ধারে এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত এগরা জ্ঞানদীপ বিদ্যাপীঠ। এটি জ্ঞানদীপ ট্রাস্টের অধীনে পরিচালিত একটি বেসরকারি স্কুল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত এই বিদ্যালয়টিও মাধ্যমিক স্তরে বারবার রাজ্যের সেরা দশের তালিকায় উঠে এসেছে। ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেলের সুবিধা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই বিদ্যালয় সেরা স্কুলের পুরস্কারও অর্জন করেছে।
1/6
পূর্ব মেদিনীপুরের মহকুমা শহর এগরা নিম্ন গাঙ্গেয় সমভূমিতে অবস্থিত এক শিক্ষাবান্ধব শহর। দিঘা সমুদ্রসৈকত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এই শহর শিক্ষা ক্ষেত্রে রাজ্যে অগ্রণী ভূমিকা পালন করে বহুবার সেরা দশে জায়গা করে নিয়েছে। দীর্ঘদিন ধরে এগরার শিক্ষাপ্রতিষ্ঠানগুলি রাজ্যের মানচিত্রে নজর কেড়েছে। আজকের প্রতিবেদনে এই শহরের সেরা পাঁচটি বিদ্যালয়ের সাফল্যের গল্প তুলে ধরা হল।
পূর্ব মেদিনীপুরের মহকুমা শহর এগরা নিম্ন গাঙ্গেয় সমভূমিতে অবস্থিত এক শিক্ষাবান্ধব শহর। দিঘা সমুদ্রসৈকত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এই শহর শিক্ষা ক্ষেত্রে রাজ্যে অগ্রণী ভূমিকা পালন করে বহুবার সেরা দশে জায়গা করে নিয়েছে। দীর্ঘদিন ধরে এগরার শিক্ষাপ্রতিষ্ঠানগুলি রাজ্যের মানচিত্রে নজর কেড়েছে। আজকের প্রতিবেদনে এই শহরের সেরা পাঁচটি বিদ্যালয়ের সাফল্যের গল্প তুলে ধরা হল।
advertisement
2/6
এগরা পুরসভার যাওয়ার রাস্তায় অবস্থিত প্রাচীন প্রতিষ্ঠান এগরা ঝাটুলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যা ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়। আর্টস, কমার্স, সায়েন্স এবং ভোকেশনাল—উচ্চ মাধ্যমিক স্তরে চারটি বিভাগই এখানে পড়ান হয়। বর্তমানে বিদ্যালয়ের ছাত্রসংখ্যা ১৯৬২ জন। ২০২৪ ও ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই বিদ্যালয় রাজ্যের সেরা দশের মধ্যে স্থান দখল করেছে। দীর্ঘ ঐতিহ্য ও ফলাফলের জন্য এলাকায় সর্বদাই প্রথম সারিতে থাকে এগরা ঝাটুলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
এগরা পুরসভার যাওয়ার রাস্তায় অবস্থিত প্রাচীন প্রতিষ্ঠান এগরা ঝাটুলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যা ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়। আর্টস, কমার্স, সায়েন্স এবং ভোকেশনাল—উচ্চ মাধ্যমিক স্তরে চারটি বিভাগই এখানে পড়ান হয়। বর্তমানে বিদ্যালয়ের ছাত্রসংখ্যা ১৯৬২ জন। ২০২৪ ও ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই বিদ্যালয় রাজ্যের সেরা দশের মধ্যে স্থান দখল করেছে। দীর্ঘ ঐতিহ্য ও ফলাফলের জন্য এলাকায় সর্বদাই প্রথম সারিতে থাকে এগরা ঝাটুলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
advertisement
3/6
এগরা শহরের প্রাণকেন্দ্রে রয়েছে এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়। ১৯৪০ সাল থেকে শিক্ষায় সুদীর্ঘ পথ চলেছে এগরা শহরের একমাত্র বালিকা বিদ্যালয়। বর্তমানে এই বিদ্যালয়ে ১৭৫০–এরও বেশি ছাত্রী পড়াশোনা করে। উচ্চ মাধ্যমিক স্তরে ২০২৫ সালে এই বিদ্যালয় সাত নম্বর স্থান অধিকার করেছে। স্কুলটি যেমন শহরের প্রাণকেন্দ্র রয়েছে তেমনই স্কুলের সামনে রয়েছে এগরা থানা। এই বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও ছাত্রীদের মেধা শহরের মানুষকে বরাবরই চমক দিয়েছে।
এগরা শহরের প্রাণকেন্দ্রে রয়েছে এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়। ১৯৪০ সাল থেকে শিক্ষায় সুদীর্ঘ পথ চলেছে এগরা শহরের একমাত্র বালিকা বিদ্যালয়। বর্তমানে এই বিদ্যালয়ে ১৭৫০–এরও বেশি ছাত্রী পড়াশোনা করে। উচ্চ মাধ্যমিক স্তরে ২০২৫ সালে এই বিদ্যালয় সাত নম্বর স্থান অধিকার করেছে। স্কুলটি যেমন শহরের প্রাণকেন্দ্র রয়েছে তেমনই স্কুলের সামনে রয়েছে এগরা থানা। এই বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও ছাত্রীদের মেধা শহরের মানুষকে বরাবরই চমক দিয়েছে।
advertisement
4/6
তিন দশকেরও বেশি সময় ধরে এগরার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এগরা রামকৃষ্ণ শিক্ষা মন্দির। এক নম্বর ওয়ার্ডে অবস্থিত এই বেসরকারি বিদ্যালয়টি এগরা মিলন মন্দিরের তত্ত্বাবধানে পরিচালিত। মাধ্যমিক পরীক্ষায় এই বিদ্যালয় রাজ্যের সেরা দশে বারবার জায়গা করে নিয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধূলা, নৈতিক শিক্ষা এবং সাংস্কৃতিক কার্যকলাপেও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমান দক্ষতা দেখিয়ে শহরের গৌরব বাড়িয়েছে।
তিন দশকেরও বেশি সময় ধরে এগরার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এগরা রামকৃষ্ণ শিক্ষা মন্দির। এক নম্বর ওয়ার্ডে অবস্থিত এই বেসরকারি বিদ্যালয়টি এগরা মিলন মন্দিরের তত্ত্বাবধানে পরিচালিত। মাধ্যমিক পরীক্ষায় এই বিদ্যালয় রাজ্যের সেরা দশে বারবার জায়গা করে নিয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধূলা, নৈতিক শিক্ষা এবং সাংস্কৃতিক কার্যকলাপেও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমান দক্ষতা দেখিয়ে শহরের গৌরব বাড়িয়েছে।
advertisement
5/6
বেলদা–কাঁথি রাজ্য সড়কের ধারে এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত এগরা জ্ঞানদীপ বিদ্যাপীঠ। এটি জ্ঞানদীপ ট্রাস্টের অধীনে পরিচালিত একটি বেসরকারি স্কুল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত এই বিদ্যালয়টিও মাধ্যমিক স্তরে বারবার রাজ্যের সেরা দশের তালিকায় উঠে এসেছে। ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেলের সুবিধা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই বিদ্যালয় সেরা স্কুলের পুরস্কারও অর্জন করেছে।
বেলদা–কাঁথি রাজ্য সড়কের ধারে এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত এগরা জ্ঞানদীপ বিদ্যাপীঠ। এটি জ্ঞানদীপ ট্রাস্টের অধীনে পরিচালিত একটি বেসরকারি স্কুল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত এই বিদ্যালয়টিও মাধ্যমিক স্তরে বারবার রাজ্যের সেরা দশের তালিকায় উঠে এসেছে। ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেলের সুবিধা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই বিদ্যালয় সেরা স্কুলের পুরস্কারও অর্জন করেছে।
advertisement
6/6
এগরা শহরের পশ্চিমদিকে বরিদা যাওয়ার পথে হরিপুর রোডে অবস্থিত আই.সি.এস.সি বোর্ড অনুমোদিত এগরা পাবলিক স্কুল। প্রায় ১০ বিঘা জমির উপর গড়ে ওঠা এই বিদ্যালয়ের বিশাল ক্যাম্পাসে তিন বছর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে। শিক্ষার পাশাপাশি নাচ, গান, ক্যারাটে সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দেওয়া হয়। ইংলিশ মিডিয়াম শিক্ষার ক্ষেত্রে এগরার অন্যতম সেরা প্রতিষ্ঠান এটি। বর্তমানে বিদ্যালয়ে ৭০০–র বেশি ছাত্রছাত্রী রয়েছে।
এগরা শহরের পশ্চিমদিকে বরিদা যাওয়ার পথে হরিপুর রোডে অবস্থিত আই.সি.এস.সি বোর্ড অনুমোদিত এগরা পাবলিক স্কুল। প্রায় ১০ বিঘা জমির উপর গড়ে ওঠা এই বিদ্যালয়ের বিশাল ক্যাম্পাসে তিন বছর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে। শিক্ষার পাশাপাশি নাচ, গান, ক্যারাটে সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দেওয়া হয়। ইংলিশ মিডিয়াম শিক্ষার ক্ষেত্রে এগরার অন্যতম সেরা প্রতিষ্ঠান এটি। বর্তমানে বিদ্যালয়ে ৭০০–র বেশি ছাত্রছাত্রী রয়েছে।
advertisement
advertisement
advertisement