রাজ্যের উপনির্বাচনে (TMC Wins West Bengal By Polls)গো হারা হারের সম্মুখীন গেরুয়া শিবির। ক্ষমতা দখলের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে আগেই। এবার চূড়ান্ত ধরাশায়ী বিজেপি। চার কেন্দ্রেই জয়ী তৃণমূল প্রার্থী। এমনকি শান্তিপুরের (Santipur By Election) জেতা আসনও হাতছাড়া হল বিজেপির। তৃণমূলের ব্রজকিশোর গোস্বামী (Braja Kishore Goswami) সেখানে ৬৩ হাজার ৮৯২ ভোটে হারালেন নিকটতম বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসকে। সংগৃহিত ছবি
মঙ্গলবার রাজ্যের চার কেন্দ্র (TMC Wins West Bengal By Polls), দিনহাটা, গোসাবা, শান্তিপুর এবং খড়দহ উপনির্বাচনের ভোটগণনা শুরু হয় । তাতে সকাল থেকেই শান্তিপুরে (Santipur By Election) এগিয়ে ছিলেন তৃণমূলের ব্রজকিশোর । বেলা আড়াইটে নাগাদ নির্বাচন কমিশন জানায়, ৫৯ হাজার ৫৬৭ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। তার কিছুক্ষণের মধ্যেই তাঁকে জয়ী ঘোষণা করা হয়। সংগৃহিত ছবি
নদিয়ার শান্তিপুর কেন্দ্রের জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার । তিনি ১৫ হাজার ৮৭৮ ভোটে জেতেন একুশের বিধানসভা নির্বাচনে। তবে নিশীথ প্রামাণিকের মতো জগন্নাথ সরকারও বিধায়ক পদে ইস্তফা দিয়ে সাংসদ পদে থেকে যান। সেই কারণে এই কেন্দ্রে উপনির্বাচন (TMC Wins West Bengal By Polls) হয়। এবার এই কেন্দ্রে (Santipur By Election) তৃণমূলের প্রার্থী ছিলেন ব্রজকিশোর গোস্বামী (Braja Kishore Goswami) । বিজেপির প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। কংগ্রেসের প্রার্থী রাজু পাল। সিপিএমের হয়ে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন সৌমেন মাহাতো। সংগৃহিত ছবি