Madan Mitra Assets: নেই গাড়ি-সস্ত্রীক তিনটি বাড়ি, আর ব্যাঙ্ক ব্যালেন্স! মদন 'দা'র সম্পত্তি কত?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
বিপক্ষে আছেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। মদন মিত্র অবশ্য বলছেন, 'ও লাভলি'। দীর্ঘ রাজনৈতিক জীবনে কত টাকার মালিক মদন মিত্র, জানিয়েছেন নিজের হলফনামায়।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সারদাকাণ্ডে জেলে গিয়েছেন। এখনও তাঁকে ডেকে পাঠাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। কিন্তু এত 'ঝড়' সামলেও তিনি 'দিদি'র অনুগত। তাই কখনও তাঁকে কামারহাটি, কখনও ভাটপাড়া উপনির্বাচন, আর এবার আবার সেই কামারহাটিতেই তাঁকে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার সেনসেশন 'মদন দা'। বিপক্ষে আছেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। মদন মিত্র অবশ্য বলছেন, 'ও লাভলি'। দীর্ঘ রাজনৈতিক জীবনে কত টাকার মালিক মদন মিত্র, জানিয়েছেন নিজের হলফনামায়।
advertisement
advertisement
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ব্যাঙ্ক ব্যালান্স অবশ্য কম কিছু নয়। নির্বাচনী হলফনামা বলছে, মদন মিত্রের ব্যাঙ্কে জমা রয়েছে ১ কেটি ২ লক্ষ ৯৬ হাজার ২৯১ টাকা। আর মদন মিত্রের স্ত্রীয়ের ব্যাঙ্কে রয়েছে ১৬ লক্ষ ৭২ হাজার ২৪৫ টাকা। শুধু তাই নয়, মদন মিত্রের জীবনবিমা পলিসি রয়েছে সাড়ে ৭ লাখ টাকার। আর স্ত্রীয়ের বিমা করা রয়েছে ২ লাখ ৬৪ হাজার ৮৯৭ টাকার।
advertisement
রাজ্যের প্রভাবশালী নেতা মদন মিত্রের নিজের নামে রয়েছে দুটি বাড়ি। যার বাজারদর ৪৭ লক্ষ টাকা। তবে তাঁর নামে কোনও গাড়ি নেই। তবে, স্ত্রীয়ের নামে রয়েছে ১২ লক্ষ ৮ হাজার টাকার দুটি গাড়ি। একই সঙ্গে স্ত্রী অর্চনার উপহারস্বরূপ পাওয়া ৫১ লক্ষ ১৯ হাজার ৬৬০ টাকা মূল্যের একটি বাড়ি রয়েছে বলেও জানিয়েছেন মদন মিত্র।
advertisement
তবে, নানা সময়ে সোনার গয়নায় সজ্জিত মদন মিত্রের রয়েছে নিজস্ব ৭৫ গ্রাম সোনা। যার মূল্য ২ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা। মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্রের কাছে রয়েছে ২৪৪ গ্রাম সোনা। যার মূল্য ৯ লক্ষ ৫১ হাজার ৬০০ টাকা। এখানেই শেষ নয়, অস্থাবর সম্পত্তিস্বরূপ মদন মিত্রের কাছে রয়েছে ১ কোটি ৩৩ লক্ষ ৯৯ হাজার ৮৬৭ টাকা। আর অর্চনা মিত্রের কাছে রয়েছে ৪৩ লাখ ৫৪ হাজার ৩২০ টাকা।