তিন শতাব্দী প্রাচীন আন্দুল কুন্ডু চৌধুরী বাড়ির রাসের প্রধান আকর্ষণ যান্ত্রিক মডেল
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
তিন শতাব্দীর প্রাচীন আন্দুল কুন্ডু চৌধুরী বাড়ির রাস, প্রাচীন নিয়ম রীতি মেনে রাসের উৎসব, জেলা ও জেলার বাইরে থেকে মানুষ আসে ইলেকট্রিক মডেল দেখতে
৩ শতাব্দীর প্রাচীন মোহিয়ারি কুন্ডু চৌধুরী বাড়ির রাস উৎসব! এবার আরও আকর্ষণ বেড়েছে এই রাসে। এখানকার রাস ইলেকট্রিক মডেল বাংলার মানুষের আকর্ষণে। রাস উপলক্ষে কুন্ডু চৌধুরী বাড়ির লক্ষী জনার্দন ঠাকুর ঘর থেকে নেমে আসেন ঠাকুর দালানের সিংহাসনে। ৩ শতাব্দী প্রাচীন রীতি মেনেই রাসের আসর । (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
পুরনো রীতি নিয়ম মেনে এই বর্তমান সময়ে কুন্ডু চৌধুরী বাড়ির রাস পালিত হয়। একসময় আন্দুল কুন্ডু চৌধুরী বাড়িতে রাস উপলক্ষে যাত্রাপালা হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হত। মেলায় থাকতো পুতুল নাচ। এখন সেসব অতীত, তবে মডেল এবং রাসের সাজ ভীষণভাবে আকৃষ্ট করে মানুষকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হয়। জেলার বাইরে থেকেও বহু মানুষ আসেন।
advertisement
আন্দুল মহিয়ারি কুন্ডু চৌধুরী বাড়ির রাস ' শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন রাস উৎসব ' নামে পরিচিত। প্রতিবছর রাস উপলক্ষে কুন্ডু চৌধুরী বাড়ির গৃহদেবতা লক্ষ্মী জনার্দন প্রথম দিন থেকে তিন দিন রাধা কৃষ্ণের সঙ্গে পুজিত হন। কুন্ডু চৌধুরী বাড়িতে ১২ দিন রাসের উৎসব চলে। প্রতিদিন রাস উপলক্ষে অসংখ্য মানুষ হাজির হয়।
advertisement
কুন্ডু চৌধুরী বাড়ির সদস্য শ্রীধর কুন্ডু চৌধুরী জানান, ঐতিহ্যবাহী এই রাস জেলা ও জেলার বাইরের মানুষের আকর্ষণে। ৩০০ বছরের রীতি নিয়ম মেনে রাস উৎসব পালিত হয়। সে সময় কুন্ডু চৌধুরী বাড়ির রাস কেন্দ্র করে নানা উৎসব ও মেলার আয়োজন হত। সারা বাংলা থেকে মানুষ রাসে এসে হাজির হত। একদিকে যেমন রাসের মেলা বসত, সেই মেলার একটি দিক ব্যবসা বাণিজ্য । অন্যদিকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে মানুষ এই রাসের মেলার অপেক্ষা করত সারা বছর। বর্তমানে কুণ্ড চৌধুরী বাড়ির পরিচালনায় মেলা অনুষ্ঠিত না হলেও। স্থানীয় ক্লাব প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে মেলার পসরা বসে। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
