In pics: প্রবল জলোচ্ছ্বাসে ভাঙনের গ্রাসে মৌসুনি দ্বীপ, ঘরছাড়া হাজার খানেক পরিবার

Last Updated:
1/6
ভাঙনের কবলে দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপ। ঘরছাড়া হাজার খানেক পরিবার।  ভাঙনের গ্রাসে চলে গিয়েছে দ্বীপের ২১ বর্গ কিলোমিটার এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বালিয়াড়া ও কুসুমতলা। প্রশাসনের সাহায্যের আশায় গ্রামবাসীরা। (News 18 Bangla)
ভাঙনের কবলে দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপ। ঘরছাড়া হাজার খানেক পরিবার। ভাঙনের গ্রাসে চলে গিয়েছে দ্বীপের ২১ বর্গ কিলোমিটার এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বালিয়াড়া ও কুসুমতলা। প্রশাসনের সাহায্যের আশায় গ্রামবাসীরা। (News 18 Bangla)
advertisement
2/6
জলই নাকি জীবন...কিন্তু এখানে জলেই ছারখার জীবন! দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনি দ্বীপ। (News 18 Bangla)
জলই নাকি জীবন...কিন্তু এখানে জলেই ছারখার জীবন! দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনি দ্বীপ। (News 18 Bangla)
advertisement
3/6
ছলাৎ ছলাৎ শুনলেই ভয়ে কাঁপে এখানকার আট থেকে আশি সকলেই ৷ (News 18 Bangla)
ছলাৎ ছলাৎ শুনলেই ভয়ে কাঁপে এখানকার আট থেকে আশি সকলেই ৷ (News 18 Bangla)
advertisement
4/6
তার ওপর এখন ভরা বর্ষা। প্রতিদিন একটু একটু করে গিলে খাচ্ছে নদী। ভাঙনের গ্রাসে ঘর-বাড়ি-সংসার। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ঘরছাড়া হাজার খানেক পরিবার। দ্রুত বাঁধ তৈরির দাবি বাসিন্দাদের ৷ (News 18 Bangla)
তার ওপর এখন ভরা বর্ষা। প্রতিদিন একটু একটু করে গিলে খাচ্ছে নদী। ভাঙনের গ্রাসে ঘর-বাড়ি-সংসার। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ঘরছাড়া হাজার খানেক পরিবার। দ্রুত বাঁধ তৈরির দাবি বাসিন্দাদের ৷ (News 18 Bangla)
advertisement
5/6
বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এই দ্বীপ। দৈর্ঘ-প্রস্থে সাকুল্যে ১০ কিলোমিটার। এখন ভাঙনের গ্রাসে চলে গিয়েছে দ্বীপের ২১ বর্গ কিলোমিটার এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বালিয়াড়া ও কুসুমতলা। (News 18 Bangla)
বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এই দ্বীপ। দৈর্ঘ-প্রস্থে সাকুল্যে ১০ কিলোমিটার। এখন ভাঙনের গ্রাসে চলে গিয়েছে দ্বীপের ২১ বর্গ কিলোমিটার এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বালিয়াড়া ও কুসুমতলা। (News 18 Bangla)
advertisement
6/6
মুড়িগঙ্গায় ভরা কোটালের জেরে প্রবল জলোচ্ছ্বাস ৷ প্লাবিত মৌসুনী দ্বীপের একাংশ ৷ জলবন্দি কয়েক হাজার বাসিন্দা ৷ প্রাণ বাঁচাতে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন গ্রামবাসীরা ৷ নদী ঘেরা ওই এলাকায় নেই বাঁধ ৷  কোটাল এলেই জলমগ্ন হয় এলাকা ৷ (News 18 Bangla)
মুড়িগঙ্গায় ভরা কোটালের জেরে প্রবল জলোচ্ছ্বাস ৷ প্লাবিত মৌসুনী দ্বীপের একাংশ ৷ জলবন্দি কয়েক হাজার বাসিন্দা ৷ প্রাণ বাঁচাতে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন গ্রামবাসীরা ৷ নদী ঘেরা ওই এলাকায় নেই বাঁধ ৷ কোটাল এলেই জলমগ্ন হয় এলাকা ৷ (News 18 Bangla)
advertisement
advertisement
advertisement