বাইরে আসল, ভিতরে নকল ! উদ্ধার ১৬ লক্ষ টাকার নকল তেল ও প্রসাধনী সামগ্রী

Last Updated:
1/11
নিজস্ব ছবি ৷
নিজস্ব ছবি ৷
advertisement
2/11
নিজস্ব ছবি ৷
নিজস্ব ছবি ৷
advertisement
3/11
নিজস্ব ছবি ৷
নিজস্ব ছবি ৷
advertisement
4/11
নামী ব্র্যান্ডের মোড়ক। লোগোও হুবহু নামী ব্র্যান্ডের মত। ভিতরে অবশ্য ভেজাল পণ্য। নদিয়ার রানাঘাটের বড়বাজারে বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে চলছিল ভেজাল তেল ও প্রসাধনী সামগ্রীর কারবার ।
নামী ব্র্যান্ডের মোড়ক। লোগোও হুবহু নামী ব্র্যান্ডের মত। ভিতরে অবশ্য ভেজাল পণ্য। নদিয়ার রানাঘাটের বড়বাজারে বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে চলছিল ভেজাল তেল ও প্রসাধনী সামগ্রীর কারবার ।
advertisement
5/11
গোপন সূত্রে খবর পেয়ে একজনকে আটক করেছে পুলিশ। আনুমানিক ১৬ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার হয়েছে ।
গোপন সূত্রে খবর পেয়ে একজনকে আটক করেছে পুলিশ। আনুমানিক ১৬ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার হয়েছে ।
advertisement
6/11
বাইরে থেকে দেখতে আসল। কিন্তু ভিতরে কি? নামী ব্র্যান্ডের লোগো দেখে বোঝার উপায় নেই, ভিতরে নাকি ভরতি ভেজাল সুগন্ধি তেল ।
বাইরে থেকে দেখতে আসল। কিন্তু ভিতরে কি? নামী ব্র্যান্ডের লোগো দেখে বোঝার উপায় নেই, ভিতরে নাকি ভরতি ভেজাল সুগন্ধি তেল ।
advertisement
7/11
এমনকি প্রসাধনী সামগ্রীরও হুবহু নকল মোড়ক। নকল বলে চিনিয়ে না দিলে মনে হবে এক্কেবারে আসল।
এমনকি প্রসাধনী সামগ্রীরও হুবহু নকল মোড়ক। নকল বলে চিনিয়ে না দিলে মনে হবে এক্কেবারে আসল।
advertisement
8/11
নদিয়ার রানাঘাটের বড়বাজারের খেয়াঘাট লেনে বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে চলছিল ভেজাল তেল ও প্রসাধনী সামগ্রীর কারবার। রানাঘাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় ৷
নদিয়ার রানাঘাটের বড়বাজারের খেয়াঘাট লেনে বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে চলছিল ভেজাল তেল ও প্রসাধনী সামগ্রীর কারবার। রানাঘাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় ৷
advertisement
9/11
ধানতলার বরেন্দ্রনগর গ্রামের বাসিন্দা শিবু সাউ নামে এক ব্যক্তি ভেজাল তেলের কারবার চালাচ্ছে ৷
ধানতলার বরেন্দ্রনগর গ্রামের বাসিন্দা শিবু সাউ নামে এক ব্যক্তি ভেজাল তেলের কারবার চালাচ্ছে ৷
advertisement
10/11
বাড়ি মালিকের দাবি, তিনিও ভেজাল তেলের কারবার নিয়ে কিছু জানতেন না। টের পাননি স্থানীয় বাসিন্দারাও।
বাড়ি মালিকের দাবি, তিনিও ভেজাল তেলের কারবার নিয়ে কিছু জানতেন না। টের পাননি স্থানীয় বাসিন্দারাও।
advertisement
11/11
এর আগেও একাধিকবার নদিয়ায় ভেজাল তেলের কারবারের হদিশ মিলেছে। আগের চক্রের সঙ্গে এই চক্রের কোনও যোগ আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
এর আগেও একাধিকবার নদিয়ায় ভেজাল তেলের কারবারের হদিশ মিলেছে। আগের চক্রের সঙ্গে এই চক্রের কোনও যোগ আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
advertisement