চলন্ত বাসে হঠাৎই অসুস্থ চালক! তারপর যা ঘটল! শিউরে উঠবেন আপনিও

Last Updated:
দুর্গাপুরে ঘটল সাংঘাতিক দুর্ঘটনা, চালক সহ আহত সাত জন যাত্রী।
1/6
শুক্রবার দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে ভয়াবহ বাস দুর্ঘটনা। ঘটনায় বাসের চালক সহ সাত জন যাত্রী আহত হয়েছেন। বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
শুক্রবার দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে ভয়াবহ বাস দুর্ঘটনা। ঘটনায় বাসের চালক সহ সাত জন যাত্রী আহত হয়েছেন। বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
2/6
বাসের ধাক্কায় যাত্রী প্রতীক্ষালয়ের কংক্রিটের পাঁচিল ভেঙে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত বাসের কাঁচ ভেঙে যায়। ব্যাপকভাবে বাসটিরও ক্ষতিগ্রস্থ হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে যাত্রী প্রতীক্ষালয়ে ধাক্কা মারায় পথচারীরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায়।(ছবি ও তথ্য : দীপিকা সরকার)
বাসের ধাক্কায় যাত্রী প্রতীক্ষালয়ের কংক্রিটের পাঁচিল ভেঙে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত বাসের কাঁচ ভেঙে যায়। ব্যাপকভাবে বাসটিরও ক্ষতিগ্রস্থ হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে যাত্রী প্রতীক্ষালয়ে ধাক্কা মারায় পথচারীরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায়।(ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
3/6
যাত্রী সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ ওই মিনি বাসটি রাণীগঞ্জ - দুর্গাপুর রুটের।এদিন সকালে দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে বাসটি রাণীগঞ্জ যাচ্ছিল। বাসে সাত জন যাত্রী ছিলেন। চলন্ত বাসে বাসের চালক হঠাৎই অসুস্থ হওয়াতেই বিপত্তি ঘটে।(ছবি ও তথ্য : দীপিকা সরকার)
যাত্রী সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ ওই মিনি বাসটি রাণীগঞ্জ - দুর্গাপুর রুটের।এদিন সকালে দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে বাসটি রাণীগঞ্জ যাচ্ছিল। বাসে সাত জন যাত্রী ছিলেন। চলন্ত বাসে বাসের চালক হঠাৎই অসুস্থ হওয়াতেই বিপত্তি ঘটে।(ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
4/6
বাসটি সিটিসেন্টারের মহকুমা শাসকের ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অসুস্থ চালক। বাসটি দ্রুত গতিতে থাকায় প্রায় ৫০ মিটারের মত বেসামাল হয়ে চলতে থাকে। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
বাসটি সিটিসেন্টারের মহকুমা শাসকের ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অসুস্থ চালক। বাসটি দ্রুত গতিতে থাকায় প্রায় ৫০ মিটারের মত বেসামাল হয়ে চলতে থাকে। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
5/6
অসুস্থত চালক বাসের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ভগৎ সিং স্টেডিয়ামের পাশে বাসস্ট্যান্ডে সজোরে ধাক্কা মারে।প্রচণ্ড গতি সম্পন্ন থাকায় বাসের সামনের অংশ ভেঙে চুমার হয়ে যায়। ক্ষতি হয় বাসস্ট্যান্ডের। বাসের চালক সুকুমার আঁকুড়িয়া জানান, তিনি বাস চালনোর সময় হঠাৎই শারীরিক অসুস্থতা বোধ করতে থাকেন। নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাসের। ফলে দুর্ঘটনার কবলে পড়েন।( ছবি ও তথ্য : দীপিকা সরকার
অসুস্থত চালক বাসের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ভগৎ সিং স্টেডিয়ামের পাশে বাসস্ট্যান্ডে সজোরে ধাক্কা মারে।প্রচণ্ড গতি সম্পন্ন থাকায় বাসের সামনের অংশ ভেঙে চুমার হয়ে যায়। ক্ষতি হয় বাসস্ট্যান্ডের। বাসের চালক সুকুমার আঁকুড়িয়া জানান, তিনি বাস চালনোর সময় হঠাৎই শারীরিক অসুস্থতা বোধ করতে থাকেন। নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাসের। ফলে দুর্ঘটনার কবলে পড়েন।( ছবি ও তথ্য : দীপিকা সরকার
advertisement
6/6
ঘটনাস্থলে দুর্গাপুর থানার সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ আসে।পুলিস আহত চালক সহ বাস যাত্রীদের উদ্ধার করে। চালককে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যাত্রীদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
ঘটনাস্থলে দুর্গাপুর থানার সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ আসে।পুলিস আহত চালক সহ বাস যাত্রীদের উদ্ধার করে। চালককে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যাত্রীদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
advertisement
advertisement