Tarapith Temple Arati Rituals: তারাপীঠের মন্দিরে পঞ্চপ্রদীপের বদলে আরতি শুরু হয় ধূপকাঠি দিয়ে! কিন্তু কেন? সেবায়েতের মুখে কারণ জানলে চমকে যাবেন!

Last Updated:
Tarapith Temple Arati Rituals:মূলত ভারতবর্ষের যে কোনও তীর্থ স্থানে প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে দেবদেবীর পুজো করা হয়ে থাকে। অন্যতম ব্যতিক্রম শুধু বীরভূমের এই তারাপীঠ।
1/7
তারাপীঠে মা তারার মন্দির তো অনেক বার এসেছেন। পুজো দিয়েছেন। তবে কোনওদিন নজর দিয়েছেন যে শুধুমাত্র এই মা তারার মন্দিরে আরতি শুরু হয় ধূপের কাঠি দিয়ে। (প্রতিবেদন:সৌভিক রায়)
তারাপীঠে মা তারার মন্দির তো অনেক বার এসেছেন। পুজো দিয়েছেন। তবে কোনওদিন নজর দিয়েছেন যে শুধুমাত্র এই মা তারার মন্দিরে আরতি শুরু হয় ধূপের কাঠি দিয়ে। (প্রতিবেদন:সৌভিক রায়)
advertisement
2/7
মূলত সাধক বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ নামে পরিচিত এই তারাপীঠ। প্রত্যেকদিন নিয়ম করে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে এই তারাপীঠ মন্দির চত্বরজুড়ে।
মূলত সাধক বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ নামে পরিচিত এই তারাপীঠ। প্রত্যেকদিন নিয়ম করে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে এই তারাপীঠ মন্দির চত্বরজুড়ে।
advertisement
3/7
বর্তমানে বিশেষ পর্যটনকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এই তারাপীঠ মন্দির। তবে আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত এই তারাপীঠের নাম ছিল চণ্ডীপুর। তবে বর্তমানে তারা মায়ের নামে এই এলাকার নাম তারাপীঠ।
বর্তমানে বিশেষ পর্যটনকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এই তারাপীঠ মন্দির। তবে আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত এই তারাপীঠের নাম ছিল চণ্ডীপুর। তবে বর্তমানে তারা মায়ের নামে এই এলাকার নাম তারাপীঠ।
advertisement
4/7
মূলত ভারতবর্ষের যে কোনও তীর্থ স্থানে প্রথম পঞ্চপ্রদীপ দিয়ে দেবদেবীর পুজো করা হয়ে থাকে। অন্যতম ব্যতিক্রম বীরভূমের এই তারাপীঠ। এখানে সকালবেলায় প্রথমে ধূপকাঠি দেখিয়ে মায়ের আরতি করা হয়। আর এর পিছনে লুকিয়ে রয়েছে এক বিশেষ কারণ।
মূলত ভারতবর্ষের যে কোনও তীর্থ স্থানে প্রথম পঞ্চপ্রদীপ দিয়ে দেবদেবীর পুজো করা হয়ে থাকে। অন্যতম ব্যতিক্রম বীরভূমের এই তারাপীঠ। এখানে সকালবেলায় প্রথমে ধূপকাঠি দেখিয়ে মায়ের আরতি করা হয়। আর এর পিছনে লুকিয়ে রয়েছে এক বিশেষ কারণ।
advertisement
5/7
তারাপীঠ মন্দিরের এক সেবায়েত গোলক মহারাজ আমাদের একান্ত সাক্ষাৎকারে জানান অন্যান্য তীর্থক্ষেত্রে প্রথমে পঞ্চপ্রদীপ,তারপর কর্পূর,তারপর জলশঙ্খ, এরপর বস্ত্র, ফুল এবং চামরের বাতাস দিয়ে আরতি করা হয়।
তারাপীঠ মন্দিরের এক সেবায়েত গোলক মহারাজ আমাদের একান্ত সাক্ষাৎকারে জানান অন্যান্য তীর্থক্ষেত্রে প্রথমে পঞ্চপ্রদীপ,তারপর কর্পূর,তারপর জলশঙ্খ, এরপর বস্ত্র, ফুল এবং চামরের বাতাস দিয়ে আরতি করা হয়।
advertisement
6/7
গোলক মহারাজ আরও জানান, পুরাকালে বণিক জয়দত্ত সওদাগর তারাপীঠ মন্দিরের প্রথম পুরোহিত হিসেবে নিয়োগ করেছিলেন ভৈরবনাথ চট্টোপাধ্যায়কে। আর তিনি প্রথম ধূপ দেখিয়ে মায়ের আরতি করেছিলেন। ধূপ দেখিয়ে তিনি মা তারাকে আহ্বান জানিয়েছিলেন৷ এরপর পঞ্চপ্রদীপে মা তারাকে বরণ করেছিলেন তিনি।
গোলক মহারাজ আরও জানান, পুরাকালে বণিক জয়দত্ত সওদাগর তারাপীঠ মন্দিরের প্রথম পুরোহিত হিসেবে নিয়োগ করেছিলেন ভৈরবনাথ চট্টোপাধ্যায়কে। আর তিনি প্রথম ধূপ দেখিয়ে মায়ের আরতি করেছিলেন। ধূপ দেখিয়ে তিনি মা তারাকে আহ্বান জানিয়েছিলেন৷ এরপর পঞ্চপ্রদীপে মা তারাকে বরণ করেছিলেন তিনি।
advertisement
7/7
সেই থেকে এখনও পর্যন্ত ওই প্রাচীন রীতি অনুসরণ করেই মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে সকালবেলায় ধূপ দেখিয়ে মায়ের গর্ভগৃহের মন্দির খুলে দেওয়া হয়।
সেই থেকে এখনও পর্যন্ত ওই প্রাচীন রীতি অনুসরণ করেই মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে সকালবেলায় ধূপ দেখিয়ে মায়ের গর্ভগৃহের মন্দির খুলে দেওয়া হয়।
advertisement
advertisement
advertisement