

• ফের বন্ধ তারকেশ্বর মন্দির । আজ, শুক্রবার থেকে বন্ধ বাবা তারকেশ্বরের ধাম । দীর্ঘ লকডাউনের পর বুধবার থেকে ভক্তদের জন্য খোলা হয়েছিল মন্দিরের দ্বার ।


• কোভিড প্রটোকল মেনে সমস্ত রকম ব্যবস্থাও করা হয়েছিল । ভিড় বা জমায়েত এড়িয়ে সুষ্ঠভাবে ভক্তদের মন্দিরে প্রবেশের ব্যবস্থা হয়েছিল ।


• পাশাপাশি নিষিদ্ধ হয়েছিল গর্ভগৃহে ঢোকা । মন্দিরের চারটি মূল গেটে বসানো হয়েছিল স্যানিটাইজিং চ্যানেল ।


• তবে শেষরক্ষা হল না এতেও । মন্দির সংলগ্ন এলাকায় করোনা পজিটিভের খোঁজ মিলতেই মন্দির ফের বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ ।


• গতকাল, বৃহস্পতিবারই মন্দিরের তরফে জানানো হয়েছিল, এ বছর বন্ধ থাকবে বাঁকে জল নিয়ে যাওয়াও । বন্ধ থাকবে তারকেশ্বরের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলাও ।


• বৃহস্পতিবার রাতে জেলা স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, তারকেশ্বর মন্দিরের পার্শবর্তী ভঞ্জিপুর/হাউলি/ধোল্যান গ্রামে কয়েক জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এরপর রাতেই সিদ্ধান্ত নিয়ে তারকেশ্বর মন্দির বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মোহন্ত মহারাজ।