নিজের গড়েই বারবার বিক্ষোভের মুখে সূর্যকান্ত
Last Updated:
নিজের গড়েই বারবার বিক্ষোভের মুখে সূর্যকান্ত
ফের নারায়ণগড়ে বিক্ষোভের মুখে পড়লেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র ৷ নারায়ণগড়ের নন্দকিশোরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সূর্যকান্ত মিশ্রকে ঘিরে বিক্ষোভ দেখায় বিরোধীরা ৷ বিক্ষোভকারীদের জমায়েত থেকে স্লোগান ওঠে ‘সূর্য মিশ্র দূর হটো’ ৷ বিক্ষোভ সামলে এগিয়ে যান সিপিএম নেতা ৷ বাকিবাজার প্রাথমিক বিদ্যালয়ের ২৪৯ নং বুথের সামনেও ফের বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী ৷ এ নিয়ে এদিন ৫ বার বিক্ষোভের মুখে পড়লেন সূর্যকান্ত মিশ্র ৷ ঘটনার গুরুত্ব বুঝে সূর্যকান্ত মিশ্রের গাড়িতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয় ৷
advertisement
তিনি বিরোধী দলের সেনাপতি। বিরোধী জোটের অঘোষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও। অথচ ভোটের দিনে নিজের গড়েই বারে বারে বিক্ষোভের মুখে পড়লেন নারায়ণগড়ের সিপিএম প্রার্থী সূর্যকান্ত মিশ্র। সকাল সকাল ভোট দিয়েই নিজের নির্বাচনী কেন্দ্র নারায়ণগড় চষে বেরালেন সিপিএম প্রার্থী সূর্যকান্ত মিশ্র। সাতাত্তরের পর যা প্রথম। কোথাও বিক্ষোভে আটকে যাওয়া দলীয় এজেন্টকে নিজেই বুথে ঢোকালেন। কোথাও আবার নিজেই পড়লেন ভোটারদের বিক্ষোভের মুখে। তবুও থামেননি বিরোধী দলেন সেনাপতি। দিনভর নিজের গড়ের মাটি আঁকড়ে পড়ে থাকলেন সূর্যকান্ত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement