Home » Photo » south-bengal » Sunderban Tidal Alert : ইয়াসের ক্ষত না শুকোতেই শনিবার ভরা কোটাল-কাঁটা! অশনি সংকেত দেখছে সুন্দরবন

Sunderban Tidal Alert : ইয়াসের ক্ষত না শুকোতেই শনিবার ভরা কোটাল-কাঁটা! অশনি সংকেত দেখছে সুন্দরবন

ঠিক এক মাসের মাথায় আবারও কোটালের(Bhora Kotal) জেরে ‘ইয়াস’ আতঙ্ক ফিরছে সুন্দরবনে (Sunderbans)। মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো শনিবার পূর্ণিমার ভরা কোটাল। ভরা কোটালের জেরে জলস্ফীতি দেখা দেবে নদীগুলিতে৷ যা নিয়ে অশনি সংকেত দেখছে সুন্দরবনবাসী।