মুছে যাবে গোপীবল্লভপুরের মালিঞ্চা গ্রাম? টানা বৃষ্টিতে সুবর্ণরেখার গ্রাসে
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
গোপীবল্লভপুর-২ ব্লকের মালিঞ্চা গ্রামে সুবর্ণরেখা নদীর পাড়ের ভয়াবহ ভাঙনের ফলে নদীর জল প্রায় গ্রামমুখী হয়ে পড়েছে। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এই গ্রামে বসবাসরত প্রায় ২৫০ টি পরিবার
![একনাগাড়ে টানা বৃষ্টি, তার উপরে গালুডি থেকে লাগাতার জল ছাড়ায় সুবর্ণরেখা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফলে মালিঞ্চা গ্রামে শুরু হয়েছে নদী ভাঙন। আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। নদীর পাড় ভাঙনে বহু ঘরবাড়ি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের।[ছবি ও তথ্য: তন্ময় নন্দী] একনাগাড়ে টানা বৃষ্টি, তার উপরে গালুডি থেকে লাগাতার জল ছাড়ায় সুবর্ণরেখা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফলে মালিঞ্চা গ্রামে শুরু হয়েছে নদী ভাঙন। আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। নদীর পাড় ভাঙনে বহু ঘরবাড়ি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের।[ছবি ও তথ্য: তন্ময় নন্দী]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5400687_img20250823wa0141_watermark_23082025_150353_1.jpg?impolicy=website&width=827&height=620)