মুছে যাবে গোপীবল্লভপুরের মালিঞ্চা গ্রাম? টানা বৃষ্টিতে সুবর্ণরেখার গ্রাসে

Last Updated:
গোপীবল্লভপুর-২ ব্লকের মালিঞ্চা গ্রামে সুবর্ণরেখা নদীর পাড়ের ভয়াবহ ভাঙনের ফলে নদীর জল প্রায় গ্রামমুখী হয়ে পড়েছে। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এই গ্রামে বসবাসরত প্রায় ২৫০ টি পরিবার
1/6
একনাগাড়ে টানা বৃষ্টি, তার উপরে গালুডি থেকে লাগাতার জল ছাড়ায় সুবর্ণরেখা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফলে মালিঞ্চা গ্রামে শুরু হয়েছে নদী ভাঙন। আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। নদীর পাড় ভাঙনে বহু ঘরবাড়ি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের।[ছবি ও তথ্য: তন্ময় নন্দী]
advertisement
2/6
আস্ত খেলার মাঠ চলে গেছে সুবর্ণরেখা নদীতে। প্রায় ১২০০ মিটার এলাকা জুড়ে ব্যাপক আকার ধারণ করেছে নদীর পাড় ভাঙন। সুবর্ণরেখার গ্রাসে বিপন্ন ঝাড়গ্রামের মালিঞ্চা গ্রাম। আতঙ্কের দিন গুনছেন গোটা গ্রামের বাসিন্দারা।[ছবি ও তথ্য: তন্ময় নন্দী]
advertisement
3/6
গোপীবল্লভপুর-২ ব্লকের মালিঞ্চা গ্রামে সুবর্ণরেখা নদীর পাড়ের ভয়াবহ ভাঙনের ফলে নদীর জল প্রায় গ্রামমুখী হয়ে পড়েছে। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এই গ্রামে বসবাসরত প্রায় ২৫০ টি পরিবার।[ছবি ও তথ্য: তন্ময় নন্দী]
advertisement
4/6
নদীর গ্রাসে পড়েছে গ্রামের একমাত্র খেলার মাঠ ও গ্রামের বড় আমবাগান। গ্রামের একটি পাকা ক্লাব ঘর সম্পূর্ণ নদীতে তলিয়ে গেছে। ধসে পড়েছে বিদ্যুতের খুঁটি। নদীতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতেই কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করে নজরদারীর জন্য পাহারাদার মোতায়েন করা হয়।[ছবি ও তথ্য: তন্ময় নন্দী]
advertisement
5/6
কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিত্রী মুদি জানান, অন্যান্য বছরের তুলনায় এই বছর বন্যার পরিমাণ বেশি। তাই ক্ষতিও বেশি হয়েছে। যা অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছি।[ছবি ও তথ্য: তন্ময় নন্দী]
advertisement
6/6
গ্রামবাসীদের দাবি দ্রুত নদীর পাড় বেঁধে ফেলার ব্যবস্থা করুক প্রশাসন। না হলে সুবর্ণরেখার গ্রাসে তলিয়ে যাবে গোটা গ্রাম।[ছবি ও তথ্য: তন্ময় নন্দী]
advertisement
advertisement
advertisement