Bankura News: পাথর কেটে ভাস্কর্য, পেঁচা, ঘোড়া বানানোর দিন শেষ! নতুন আইনে মাথায় হাত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পীর গ্রামের শিল্পীদের

Last Updated:
Bankura News: দুর্দান্ত সব পাথরের শিল্পদ্রব্য! কিন্তু এর ভবিষ্যৎ কি? কি হতে চলেছে?
1/6
বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় একটি প্রত্নতাত্ত্বিক স্থান যেখানে হাজার হাজার বছর ধরে তৈরি ও ব্যবহৃত একাধিক পাথরের নিদর্শনের প্রমাণ রয়েছে।
বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় একটি প্রত্নতাত্ত্বিক স্থান, যেখানে হাজার হাজার বছর ধরে তৈরি ও ব্যবহৃত একাধিক পাথরের নিদর্শনের প্রমাণ রয়েছে।
advertisement
2/6
সেই প্রত্নতাত্ত্বিক সিগনিফিকেন্স এখন রূপান্তরিত হয়েছে আধুনিক কারুশিল্প।
সেই প্রত্নতাত্ত্বিক সিগনিফিকেন্স এখন রূপান্তরিত হয়েছে আধুনিক কারুশিল্প।
advertisement
3/6
অ্যাশ-ট্রে, ধূপের স্ট্যান্ড, দেব-দেবীর ভাস্কর্য, পেঁচা, ঘোড়া এবং অসংখ্য নিদর্শন দেখতে পাবেন। পাথরের গুঁড়ো দিয়ে তৈরি হয় এইসব।
অ্যাশ-ট্রে, ধূপের স্ট্যান্ড, দেব-দেবীর ভাস্কর্য, পেঁচা, ঘোড়া এবং অসংখ্য নিদর্শন দেখতে পাবেন। পাথরের গুঁড়ো দিয়ে তৈরি হয় এইসব।
advertisement
4/6
পাথর কেটে তৈরি হয়, ভয়ানক সব সুন্দর জিনিস যেমন পাথরের বাঁশি, পাথরের শঙ্খ ইত্যাদি। রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাথর শিল্পী।
পাথর কেটে তৈরি হয় ভয়ানক সব সুন্দর জিনিস যেমন পাথরের বাঁশি, পাথরের শঙ্খ ইত্যাদি। রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পাথরের শিল্পী।
advertisement
5/6
পাথরের প্রাচুর্যের জন্য শুশুনিয়া পাহাড় পরিচিত ছিল। তবে পাহাড়ের গা থেকে পাথর কেটে কারু শিল্প করতে করতে পাহাড়ের ক্ষয় হচ্ছিল। সেই কারণে বনদফতরের আইন অনুযায়ী পাহাড়ের পাথর এখন আর নিতে পারেন না শিল্পীরা।
পাথরের প্রাচুর্যের জন্য শুশুনিয়া পাহাড় পরিচিত ছিল। তবে পাহাড়ের গা থেকে পাথর কেটে কারু শিল্প করতে করতে পাহাড়ের ক্ষয় হচ্ছিল। সেই কারণে বন দফতরের আইন অনুযায়ী পাহাড়ের পাথর এখন আর নিতে পারেন না শিল্পীরা।
advertisement
6/6
নয়ন কর্মকার, সনাতন কর্মকার, হীরালাল কর্মকার, সকলেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত। শিল্পীরা যে শিল্পদ্রব্যগুলি তৈরি করেন সেগুলি বিক্রি করা হয় শুশুনিয়া পাহাড়ের তলায় শুশুনিয়া বাজারে।
নয়ন কর্মকার, সনাতন কর্মকার, হীরালাল কর্মকার, সকলেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত। শিল্পীরা যে শিল্পদ্রব্যগুলি তৈরি করেন সেগুলি বিক্রি করা হয় শুশুনিয়া পাহাড়ের তলায় শুশুনিয়া বাজারে।
advertisement
advertisement
advertisement