অহংকারে পতন ! বদলে গেল ভাগ্যের চাকা, ফের স্টেশনেই ফিরলেন রানাঘাটের রাণু
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সামান্য বিখ্যাত হতেই নিজেকে কেউকেটা ভাবতে শুরু করেন রাণু ৷ অবশেষে ফিরতে হল সেই স্টেশন চত্বরেই ৷
advertisement
advertisement
রানাঘাটের স্টেশন থেকে যেন হঠাৎ করেই বলিউডের আকাশে উঠে গিয়েছিলেন স্টেশনে একসময়ে ভিক্ষাবৃত্তি করে জীবন চালানো রাণু ৷ সোশ্যাল মিডিয়ায় এক তরুণের করা তাঁর গানের পোস্ট রাতারাতি ভাইরাল হয়ে যায় ৷ তারপরেই বলিউডে পাড়ি দেন রাণু ৷ হিমেশ রেশমিয়ার সৌজন্যে একটি সিনেমায় প্লে ব্যাকের সুযোগও পেয়ে যান তিনি ৷ ‘তেরি মেরি...’ গানটি সুপার-ডুপার হিট হয় ৷ কিন্তু কোথায় কী ! সুখ স্থায়ী হল না বেশিদিন ৷ File Photo
advertisement
advertisement