Uluberia Speed Boat Tragedy: বানের ঢেউয়ে উত্তাল গঙ্গা, চারজন যাত্রী সমেত ডুবে গেল স্পিডবোট! উলুবেড়িয়ায় ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:
এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, অমাবস্যার ভরা কোটালের জেরে গত কয়েকদিন ধরে গঙ্গায় বান আসছে৷ সেই সময় উত্তাল হয়ে উঠছে গঙ্গা৷
1/5
গঙ্গায় বানের সময় বিশাল ঢেউয়ের ধাক্কায় হাওড়ার উলুবেড়িয়ায় চারজনকে নিয়ে ডুবে গেল স্পিডবোট৷ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুরের কাছে৷
গঙ্গায় বানের সময় বিশাল ঢেউয়ের ধাক্কায় হাওড়ার উলুবেড়িয়ায় চারজনকে নিয়ে ডুবে গেল স্পিডবোট৷ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুরের কাছে৷ তথ্য ও ছবি- সন্তু মালিক
advertisement
2/5
স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার সময় স্পিডবোটে চারজন ছিলেন৷ চার জনই গঙ্গার জলে ভেসে যান৷ যদিও আশেপাশে থাকা নৌকা এবং লঞ্চগুলি এগিয়ে গিয়ে সঙ্গে সঙ্গেই চার জনকে উদ্ধার করেছে বলে খবর৷
স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার সময় স্পিডবোটে চারজন ছিলেন৷ চার জনই গঙ্গার জলে ভেসে যান৷ যদিও আশেপাশে থাকা নৌকা এবং লঞ্চগুলি এগিয়ে গিয়ে সঙ্গে সঙ্গেই চার জনকে উদ্ধার করেছে বলে খবর৷
advertisement
3/5
যদিও ওই স্পিড বোটটিতে কারা ছিলেন অথবা স্পিডবোটটি সরকারি না বেসরকারি কোনও সংস্থার, তা এখনও জানা সম্ভব হয়নি৷
যদিও ওই স্পিড বোটটিতে কারা ছিলেন অথবা স্পিডবোটটি সরকারি না বেসরকারি কোনও সংস্থার, তা এখনও জানা সম্ভব হয়নি৷
advertisement
4/5
এ দিনও সকাল সাড়ে দশটা নাগাদ গঙ্গায় বান আসে৷ উলুবেড়িয়ার কাছে বানের জেরে রীতিমতো পাড় উপচে চলে আসছে গঙ্গার জল৷ মাঝ গঙ্গাতেও বড় বড় ঢেউ দেখা যায়৷
এ দিনও সকাল সাড়ে দশটা নাগাদ গঙ্গায় বান আসে৷ উলুবেড়িয়ার কাছে বানের জেরে রীতিমতো পাড় উপচে চলে আসছে গঙ্গার জল৷ মাঝ গঙ্গাতেও বড় বড় ঢেউ দেখা যায়৷
advertisement
5/5
শুধু ওই স্পিডবোট নয়, মাঝগঙ্গায় থাকা আরও একটি ছোট লঞ্চ এবং নৌকাও বানের ঢেউয়ের ধাক্কায় ভয়ঙ্কর ভাবে দুলতে থাকে৷ স্পিডবোটটি কিছুদূর ভেসে গিয়ে ডুবে যায়৷
শুধু ওই স্পিডবোট নয়, মাঝগঙ্গায় থাকা আরও একটি ছোট লঞ্চ এবং নৌকাও বানের ঢেউয়ের ধাক্কায় ভয়ঙ্কর ভাবে দুলতে থাকে৷ স্পিডবোটটি কিছুদূর ভেসে গিয়ে ডুবে যায়৷
advertisement
advertisement
advertisement