Special Train For Durga Puja 2025: ওড়িশার নানা স্পট ঘুরতে যাচ্ছেন, খড়্গপুরের উপর দিয়ে ছুটবে পুজো স্পেশাল ট্রেন, শিয়ালদহ থেকে কখন ছাড়বে ট্রেন

Last Updated:
Special Train For Durga Puja 2025: খড়্গপুরের উপর দিয়ে ছুটবে পুজো স্পেশাল ট্রেন, শিয়ালদহ থেকে কবে ছাড়বে ট্রেন, জানুন
1/7
খড়গপুর: এবার পূর্ব রেলের অভিনব উদ্যোগ। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন দিয়ে ছুটবে পুজো স্পেশাল ট্রেন। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পূর্ব রেলের তরফে। আসন্ন দুর্গাপুজো এবং ছট পুজো ও দীপাবলি উপলক্ষে শিয়ালদহ থেকে মালতীপাটপুর পর্যন্ত বিশেষ পুজো স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। শিয়ালদহ থেকে পুরীর মালতীপাটপুর এবং ডাউন একইভাবে এই স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানান হয়েছে রেলের তরফে। 
খড়গপুর: এবার পূর্ব রেলের অভিনব উদ্যোগ। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন দিয়ে ছুটবে পুজো স্পেশাল ট্রেন। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পূর্ব রেলের তরফে। আসন্ন দুর্গাপুজো এবং ছট পুজো ও দীপাবলি উপলক্ষে শিয়ালদহ থেকে মালতীপাটপুর পর্যন্ত বিশেষ পুজো স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। শিয়ালদহ থেকে পুরীর মালতীপাটপুর এবং ডাউন একইভাবে এই স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানান হয়েছে রেলের তরফে।
advertisement
2/7
পুজোয় অতিরিক্ত ভিড় সামাল দিতে এই অভিনব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
পুজোয় অতিরিক্ত ভিড় সামাল দিতে এই অভিনব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
advertisement
3/7
দুর্গাপুজো মানেই বাঙালিদের ঘুরতে যাওয়ার মরশুম। হাতেগোনা একমাস বাকি দুর্গাপুজোতে। তার আগেই বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেলওয়ে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আসন্ন দুর্গা পুজো, দিপাবলী এবং ছট পুজোর সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ০৩১০১ এবং ০৩১০২ শিয়ালদহ-মালতীপাটপুর-শিয়ালদহ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। শুধু তাই নয়, এই ট্রেন যাবে খড়্গপুরের উপর দিয়ে। স্টপেজ থাকবে খড়্গপুরেও।
দুর্গাপুজো মানেই বাঙালিদের ঘুরতে যাওয়ার মরশুম। হাতেগোনা একমাস বাকি দুর্গাপুজোতে। তার আগেই বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেলওয়ে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আসন্ন দুর্গা পুজো, দিপাবলী এবং ছট পুজোর সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ০৩১০১ এবং ০৩১০২ শিয়ালদহ-মালতীপাটপুর-শিয়ালদহ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। শুধু তাই নয়, এই ট্রেন যাবে খড়্গপুরের উপর দিয়ে। স্টপেজ থাকবে খড়্গপুরেও।
advertisement
4/7
এছাড়াও দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের একাধিক স্টেশনে থাকতে স্টপেজ। স্বাভাবিকভাবে, পুরী ভ্রমণ আরও সহজ করছে রেল।
এছাড়াও দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের একাধিক স্টেশনে থাকতে স্টপেজ। স্বাভাবিকভাবে, পুরী ভ্রমণ আরও সহজ করছে রেল।
advertisement
5/7
জানা গিয়েছে, এই ট্রেন ২৬ সেপ্টেম্বর থেকে এই ট্রেন তার যাত্রা শুরু করবে। ২৬ সেপ্টেম্বর, ৩ অক্টোবর, ১০ অক্টোবর, ১৭ অক্টোবর, ২৪ অক্টোবর, ৩১ অক্টোবর, ৭ নভেম্বর, ১৪ নভেম্বর, ২১ নভেম্বর এবং ২৮ নভেম্বর মোট ১০টি ট্রিপে যাবে। শিয়ালদহ থেকে ছেড়ে দক্ষিণ পূর্ব রেলের আন্দুল, খড়গপুর, কটক হয়ে মালতীপাটপুর পর্যন্ত যাত্রা করবে। শুধু তাই নয়, যে এ যাত্রাপথের উভয় অভিমুখেই বালেশ্বর, ভদ্রক, জাজপুর কেওনঝড় রোড, ভুবনেশ্বর এবং খুরদা রোডেও থামবে।
জানা গিয়েছে, এই ট্রেন ২৬ সেপ্টেম্বর থেকে এই ট্রেন তার যাত্রা শুরু করবে। ২৬ সেপ্টেম্বর, ৩ অক্টোবর, ১০ অক্টোবর, ১৭ অক্টোবর, ২৪ অক্টোবর, ৩১ অক্টোবর, ৭ নভেম্বর, ১৪ নভেম্বর, ২১ নভেম্বর এবং ২৮ নভেম্বর মোট ১০টি ট্রিপে যাবে। শিয়ালদহ থেকে ছেড়ে দক্ষিণ পূর্ব রেলের আন্দুল, খড়গপুর, কটক হয়ে মালতীপাটপুর পর্যন্ত যাত্রা করবে। শুধু তাই নয়, যে এ যাত্রাপথের উভয় অভিমুখেই বালেশ্বর, ভদ্রক, জাজপুর কেওনঝড় রোড, ভুবনেশ্বর এবং খুরদা রোডেও থামবে।
advertisement
6/7
এই ট্রেনটি এসি ফার্স্ট ক্লাসের একটি বগি, এসি টু টিয়ারের চারটি, এসি থ্রি ইয়ারের ১২টি এবং পাওয়ার কার দুটি মিলে মোট ১৯ টি কোচ থাকছে।
এই ট্রেনটি এসি ফার্স্ট ক্লাসের একটি বগি, এসি টু টিয়ারের চারটি, এসি থ্রি ইয়ারের ১২টি এবং পাওয়ার কার দুটি মিলে মোট ১৯ টি কোচ থাকছে।
advertisement
7/7
আসন্ন পুজো মরশুমে যাত্রীদের কথা মাথায় রেখে এই বিশেষ বিশেষ মেল/এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বেশ খুশি হাওয়া যাত্রীদের মধ্যে। Input- Ranjan Chanda
আসন্ন পুজো মরশুমে যাত্রীদের কথা মাথায় রেখে এই বিশেষ বিশেষ মেল/এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বেশ খুশি হাওয়া যাত্রীদের মধ্যে। Input- Ranjan Chanda
advertisement
advertisement
advertisement