Sonajhuri Haat: যেতে হবে না বোলপুর! এবার হাতের কাছেই 'সোনাঝুড়ির হাট'! রইল ঠিকানা

Last Updated:
Sonajhuri Haat: এবার উলুবেড়িয়া বইমেলার অন্যতম আকর্ষণ সোনাঝুড়ির হাট, নামি পাবলিশার্সের বিপুল বইয়ের সম্ভারের পাশাপাশি বিভিন্ন হাত তৈরি জিনিসের পসরা, সোনাঝুরি হাটের অধিকাংশ স্টলে শিল্পীরা নানা জিনিস তৈরিতে ব্যস্ত চোখে পড়বে।
1/5
বইমেলা প্রাঙ্গণে লাইভ শিল্পকর্ম, এবার আরও আকর্ষণে উলুবেড়িয়া বইমেলা! নামি প্রকাশনীর বিপুল বইয়ের সম্ভার তো রয়েছে। পাঠকদের উৎসাহ দিতে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। এর পাশাপাশি আকর্ষণীয় নানা জিনিসের সম্ভারে সোনাঝুরি হাট।
বইমেলা প্রাঙ্গণে লাইভ শিল্পকর্ম, এবার আরও আকর্ষণে উলুবেড়িয়া বইমেলা! নামি প্রকাশনীর বিপুল বইয়ের সম্ভার তো রয়েছে। পাঠকদের উৎসাহ দিতে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। এর পাশাপাশি আকর্ষণীয় নানা জিনিসের সম্ভারে সোনাঝুরি হাট।
advertisement
2/5
বইমেলা মানেই বই, তবে এখানে বইয়ের বিপুল সম্বারের পাশাপাশি সোনাঝুরি হাট বসেছে যা দারুন ভাবে আকর্ষণ মানুষের। মেলায় প্রবেশ করলে দেখা মিলবে সুদক্ষ শিল্পীরা ব্যস্ত সৃষ্টিতে।
বইমেলা মানেই বই, তবে এখানে বইয়ের বিপুল সম্বারের পাশাপাশি সোনাঝুরি হাট বসেছে যা দারুন ভাবে আকর্ষণ মানুষের। মেলায় প্রবেশ করলে দেখা মিলবে সুদক্ষ শিল্পীরা ব্যস্ত সৃষ্টিতে।
advertisement
3/5
এখানের সোনাঝুরি হাটে ড্রাই ফুল দারুন আকর্ষণ মানুষের। প্রায় ৬০ থেকে ৭০ ধরনের ফুল। ৫ টাকা থেকে শুরু করে ৩০ টাকা মূল্যে পাওয়া যাচ্ছে। সর্বসাধারণের নাগালের মধ্যে দাম যার ফলে দারুন আগ্রহ দেখাচ্ছে মানুষ।
এখানের সোনাঝুরি হাটে ড্রাই ফুল দারুন আকর্ষণ মানুষের। প্রায় ৬০ থেকে ৭০ ধরনের ফুল। ৫ টাকা থেকে শুরু করে ৩০ টাকা মূল্যে পাওয়া যাচ্ছে। সর্বসাধারণের নাগালের মধ্যে দাম যার ফলে দারুন আগ্রহ দেখাচ্ছে মানুষ।
advertisement
4/5
এবারের বইমেলার সোনাঝুরি হাট দারুন আকর্ষণে। আর এই সোনাঝুরি হাট মানে এবার চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে কাগজের রোল দিয়ে তৈরি ফুলদানি। কম বয়সী মানুষ থেকে বয়স্ক সকলের বেশ নজরে কেড়েছে এই জিনিস। দাম ১০০ টাকা থেকে শুরু।
এবারের বইমেলার সোনাঝুরি হাট দারুন আকর্ষণে। আর এই সোনাঝুরি হাট মানে এবার চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে কাগজের রোল দিয়ে তৈরি ফুলদানি। কম বয়সী মানুষ থেকে বয়স্ক সকলের বেশ নজরে কেড়েছে এই জিনিস। দাম ১০০ টাকা থেকে শুরু।
advertisement
5/5
এছাড়াও সোনাঝুরি হাটে বাঁশের তৈরি বিভিন্ন জিনিস, মাটির গয়না এবং পোশাকের দোকানে মানুষ বেশ ভিড় জমাচ্ছে। বই কিনতে আসা মানুষও খাবারদাবারের পাশাপাশি সোনাঝুরি হাটে ঘুরে-বেরিয়ে আনন্দ নিচ্ছে।
এছাড়াও সোনাঝুরি হাটে বাঁশের তৈরি বিভিন্ন জিনিস, মাটির গয়না এবং পোশাকের দোকানে মানুষ বেশ ভিড় জমাচ্ছে। বই কিনতে আসা মানুষও খাবারদাবারের পাশাপাশি সোনাঝুরি হাটে ঘুরে-বেরিয়ে আনন্দ নিচ্ছে।
advertisement
advertisement
advertisement