Bengal News: মাটির বোতলে ফুটিয়ে তোলা হচ্ছে পটচিত্র, গরমে জল খেয়ে স্বস্তি পাচ্ছে সাধারণ মানুষ
- Published by:Pooja Basu
Last Updated:
East Midnapore News: রঙিন পটচিত্রে সেজে উঠছে মাটির বোতল, চন্ডীপুরের পটুয়া পাড়ায় রঙিন বোতল কেনার হিড়িক!
গ্রীষ্মের দাবদাহের গরম থেকে বাঁচতে জলের বোতল সঙ্গে রাখা বাঞ্ছনীয়। কিন্তু প্লাস্টিকের বোতলে জল একটু সময় পরেই গরম হয়ে যাচ্ছে। তাই মাটির বোতলের চাহিদা বাড়ছে। পূর্ব মেদিনীপুরের পটুয়া পাড়ায় অভিনব মাটির তৈরি রঙিন জলের বোতল বিক্রি হচ্ছে। চিরাচরিত শুধু পট তৈরি নয়, সময়পোযোগী মাটির বোতলে রঙিন পট চিত্র ফুটিয়ে আধুনিকতার ছোঁয়ায় সাধারণ মানুষের চোখে নজর কাড়ছে। বোতলের মূল্য মাত্র ৫০টাকা।
advertisement
মাটির তৈরি রঙিন জলের বোতল অনেকেই সখে কিনছেন। তারপর মাটির তৈরি বোতলে জলের স্বাদ পেতে চাহিদা বাড়ছে উৎসুক মানুষদের। যার জেরে পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর ব্লকের হবিচক নানকারচক পটুয়া পাড়ায় মাটির তৈরি বোতলে পট চিত্র ফুটিয়ে তুলতে দেখা গেল ব্যস্ততা তুঙ্গে।
advertisement
পট শিল্পী আবেদ চিত্রকর জানান বর্তমান দিনে মানুষ অভিনবত্ব চায় সব কিছুতেই। তাই এই গরমে মাটির তৈরি রঙিন জলের বোতল সঙ্গে রাখতে কেনার চাহিদা বাড়ছে। ইতিমধ্যে জেলা জুড়ে এই মাটির তৈরি রঙিন জলের বোতল সাড়া ফেলেছে। এই বোতল মাটির তৈরি হওয়ায় দীর্ঘ সময় পানীয় জল ঠান্ডা থাকে। প্লাস্টিক বোতলের তুলনায় জলের স্বাদ ভাল হয়।
advertisement
তাছাড়া প্লাস্টিক বোতলের জলের তুলনায় অনেকটা সাস্থ্যকর হওয়ায় এই বোতলের দিকে মানুষের চাহিদা বাড়ছে। তবে জলের বোতল তৈরি সহ বহন ক্ষমতার ভার বজায় রাখতে এক লিটার জলের বোতল তৈরি করা হচ্ছে ।
advertisement
ইতিমধ্যেই এ ধরণের জলের বোতল বেশ কয়েকজন সরকারি আধিকারিকদের হাতে এই বোতল তুলে দিয়েছেন। অভিনব এই মাটির তৈরি বোতল পেয়ে খুশি সরকারি আধিকারিকরা। স্থানীয় মুরাদপুর হাইস্কুলের শিক্ষক ও পরিবেশ কর্মী অরুনাংশ প্রধান জানান প্লাস্টিকের বোতলের তুলনায় এই মাটির বোতল অনেক পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যকর। Reporter-Sujit Bhowmik