Train Cancellation: খড়গপুর শাখায় বাতিল একাধিক ট্রেন, বাড়ি থেকে বেরনোর আগে দেখে নিন

Last Updated:
Train Cancellation: আদ্রা-খড়গপুর ব্রাঞ্চের পিয়ারডোবা স্টেশন ইয়ার্ডে "নন ইন্টারলকিং" সিস্টেম চালু করার জন্য চলতি সপ্তাহে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হবে আদ্রা ডিভিশনে।
1/7
 একাধিক ট্রেন বাতিল। পরিবর্তন করা হয়েছে যাত্রাপথ। আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট হতে পারে সেই কারণে, জেনে নিন ঠিক কোন ট্রেন বাতিল করা হয়েছে।
 একাধিক ট্রেন বাতিল। পরিবর্তন করা হয়েছে যাত্রাপথ। আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট হতে পারে সেই কারণে, জেনে নিন ঠিক কোন ট্রেন বাতিল করা হয়েছে।
advertisement
2/7
আদ্রা-খড়গপুর ব্রাঞ্চের পিয়ারডোবা স্টেশন ইয়ার্ডে "নন ইন্টারলকিং" সিস্টেম চালু করার জন্য চলতি সপ্তাহে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হবে আদ্রা ডিভিশনে।
আদ্রা-খড়গপুর ব্রাঞ্চের পিয়ারডোবা স্টেশন ইয়ার্ডে "নন ইন্টারলকিং" সিস্টেম চালু করার জন্য চলতি সপ্তাহে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হবে আদ্রা ডিভিশনে।
advertisement
3/7
এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে রেল জানিয়েছে যে ইন্টারলকিং পদ্ধতি চালু করার প্রস্তুতির কাজের জন্য ২৫,২৬,২৭,২৮ এবং ২৯ এপ্রিল ব্যাহত হবে রেল চলাচল।
এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে রেল জানিয়েছে যে ইন্টারলকিং পদ্ধতি চালু করার প্রস্তুতির কাজের জন্য ২৫,২৬,২৭,২৮ এবং ২৯ এপ্রিল ব্যাহত হবে রেল চলাচল।
advertisement
4/7
রেল সূত্রে জানা গেছে যে ২৫ ও ২৭ এপ্রিল শালিমার ভোজুডি আরণ্যক এক্সপ্রেস বাতিল করা হয়েছে। আদ্রা-খড়গপুর মেমু বাতিল করা হয়েছে ২৬, ২৭, ২৮, ২৯ এপ্রিল। ২৫, ২৭, ২৮ ও ২৯ এপ্রিল বাতিল করা হয়েছে খড়গপুর-হাটিয়া এক্সপ্রেস।
রেল সূত্রে জানা গেছে যে ২৫ ও ২৭ এপ্রিল শালিমার ভোজুডি আরণ্যক এক্সপ্রেস বাতিল করা হয়েছে। আদ্রা-খড়গপুর মেমু বাতিল করা হয়েছে ২৬, ২৭, ২৮, ২৯ এপ্রিল। ২৫, ২৭, ২৮ ও ২৯ এপ্রিল বাতিল করা হয়েছে খড়গপুর-হাটিয়া এক্সপ্রেস।
advertisement
5/7
এছাড়াও ২৭, ২৮ ও ২৯ এপ্রিল ক্যান্সেল থাকবে আদ্রা-গড়বেতা মেমুর চলাচল। ২৮ এপ্রিল বাতিল করা হয়েছে দুটি মহা গুরুত্বপূর্ণ ট্রেন, আসানসোল-হলদিয়া এক্সপ্রেস এবং পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস।
এছাড়াও ২৭, ২৮ ও ২৯ এপ্রিল ক্যান্সেল থাকবে আদ্রা-গড়বেতা মেমুর চলাচল। ২৮ এপ্রিল বাতিল করা হয়েছে দুটি মহা গুরুত্বপূর্ণ ট্রেন, আসানসোল-হলদিয়া এক্সপ্রেস এবং পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস।
advertisement
6/7
এই কয়েকদিন যাত্রাপথ কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে আদ্রা- মেদিনীপুর মেমুর। ট্রেনটি শুধুমাত্র চলবে বিষ্ণুপুর পর্যন্ত। ২৬, ২৭, ২৮ ও ২৯ এপ্রিল গোমো-খড়গপুর প্যাসেঞ্জার যাত্রা শেষ হবে বাঁকুড়া পর্যন্ত এছাড়াও ২৬ এপ্রিল আদ্রা-গড়বেতা মেমু চলবে শুধুমাত্র বিষ্ণুপুর পর্যন্ত।
এই কয়েকদিন যাত্রাপথ কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে আদ্রা- মেদিনীপুর মেমুর। ট্রেনটি শুধুমাত্র চলবে বিষ্ণুপুর পর্যন্ত। ২৬, ২৭, ২৮ ও ২৯ এপ্রিল গোমো-খড়গপুর প্যাসেঞ্জার যাত্রা শেষ হবে বাঁকুড়া পর্যন্ত এছাড়াও ২৬ এপ্রিল আদ্রা-গড়বেতা মেমু চলবে শুধুমাত্র বিষ্ণুপুর পর্যন্ত।
advertisement
7/7
রাঁচি-হাওড়া ইন্টারসিটি ২৮ ও ২৯ এপ্রিল বাঁকুড়ার বদলে পুরুলিয়া, চান্ডিল এবং খড়গপুর হয়ে চলাচল করবে। এই দিনগুলির মধ্যে নির্দিষ্ট দিনে কিছু ট্রেন ২-৩ ঘণ্টা দেরিতে চলতে পারে। সবমিলিয়ে আদ্রা খড়গপুর ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় দারুন প্রভাব পড়েছে বাঁকুড়া জেলায়।
রাঁচি-হাওড়া ইন্টারসিটি ২৮ ও ২৯ এপ্রিল বাঁকুড়ার বদলে পুরুলিয়া, চান্ডিল এবং খড়গপুর হয়ে চলাচল করবে। এই দিনগুলির মধ্যে নির্দিষ্ট দিনে কিছু ট্রেন ২-৩ ঘণ্টা দেরিতে চলতে পারে। সবমিলিয়ে আদ্রা খড়গপুর ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় দারুন প্রভাব পড়েছে বাঁকুড়া জেলায়।
advertisement
advertisement
advertisement