Lata Mangeshkar Related News: 'লতাদি'র ৭০০০ গান নিয়ে আর্কাইভ, শ্রীরামপুরের সঙ্গীতশিল্পীর বাড়িই যেন আস্ত সংগ্রহশালা!

Last Updated:
Lata Mangeshkar: সমস্ত গানের অরিজিনাল গ্রামাফোন রেকর্ড, সিডি সহ যাবতীয় ক্যাসেট রয়েছে লতা মঙ্গেশকরের এই একনিষ্ঠ ভক্তের কাছে।
1/5
পেশায় সঙ্গীতশিল্পী, ১৯৯০ সাল থেকে নিজেকে নিয়োজিত করেছেন লতা মঙ্গেশকর কে নিয়ে গবেষণায়। ৩৮ টি ভাষায় লতা মঙ্গেশকর এর গাওয়া প্রায় ৭০০০ গান নিয়ে আর্কাইভ তৈরি করেছেন তিনি।
পেশায় সঙ্গীতশিল্পী, ১৯৯০ সাল থেকে নিজেকে নিয়োজিত করেছেন লতা মঙ্গেশকর কে নিয়ে গবেষণায়। ৩৮ টি ভাষায় লতা মঙ্গেশকর এর গাওয়া প্রায় ৭০০০ গান নিয়ে আর্কাইভ তৈরি করেছেন তিনি।
advertisement
2/5
লতা মঙ্গেশকর গবেষক স্নেহাশিস চট্টোপাধ্যায় ৩৮ টি ভাষায় লতা মঙ্গেশকর এর গাওয়া প্রায় ৭০০০ গান নিয়ে আর্কাইভ তৈরি করেছেন। সঙ্গীতশিল্পী দাবি করেছেন, দুটি বিদেশি ভাষাতেও গান গেয়েছেন লতা মঙ্গেশকর।
লতা মঙ্গেশকর গবেষক স্নেহাশিস চট্টোপাধ্যায় ৩৮ টি ভাষায় লতা মঙ্গেশকর এর গাওয়া প্রায় ৭০০০ গান নিয়ে আর্কাইভ তৈরি করেছেন। সঙ্গীতশিল্পী দাবি করেছেন, দুটি বিদেশি ভাষাতেও গান গেয়েছেন লতা মঙ্গেশকর।
advertisement
3/5
লতা মঙ্গেশকরের ১৫ খণ্ডের এনসাইক্লোপেডিয়া 'লতা গীতকোষ' শ্রীরামপুরে নিজের বাড়িতে আর্কাইভ করেছেন স্নেহাশিস চট্টোপাধ্যায়। গানের অরিজিনাল গ্রামাফোন রেকর্ড, সিডি সহ যাবতীয় ক্যাসেট রয়েছে তাঁর সংগ্রহে।
লতা মঙ্গেশকরের ১৫ খণ্ডের এনসাইক্লোপেডিয়া 'লতা গীতকোষ' শ্রীরামপুরে নিজের বাড়িতে আর্কাইভ করেছেন স্নেহাশিস চট্টোপাধ্যায়। গানের অরিজিনাল গ্রামাফোন রেকর্ড, সিডি সহ যাবতীয় ক্যাসেট রয়েছে তাঁর সংগ্রহে।
advertisement
4/5
স্নেহাশিস চট্টোপাধ্যায় ৬ বার দেখাও করেছেন সুর সম্রাজ্ঞীর সাথে। তার মধ্যে দুবার কলকাতাতেই। প্রিয় কিংবদন্তির বাড়িতেও গিয়েছেন। শেষবার লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছিল ২০০৬ সালে।
স্নেহাশিস চট্টোপাধ্যায় ৬ বার দেখাও করেছেন সুর সম্রাজ্ঞীর সাথে। তার মধ্যে দুবার কলকাতাতেই। প্রিয় কিংবদন্তির বাড়িতেও গিয়েছেন। শেষবার লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছিল ২০০৬ সালে।
advertisement
5/5
একনিষ্ঠ গুণমুগ্ধ হিসেবে তিনি বছরের পর বছর ধরে লতা-বন্দনা করে চলেছেন। শ্রীরামপুর কলেজের সামনে একটি গানের স্কুল রয়েছে স্নেহাশিষ চট্টোপাধ্যায়ের। আজ প্রিয় গায়িকার মৃত্যুদিনে মন খারাপ সঙ্গীতশিল্পীর। তবে এমন দিনে তাঁর করা অসাধারণ কাজের জানা-অজানা দিকও জানলেন বহু মানুষ।
একনিষ্ঠ গুণমুগ্ধ হিসেবে তিনি বছরের পর বছর ধরে লতা-বন্দনা করে চলেছেন। শ্রীরামপুর কলেজের সামনে একটি গানের স্কুল রয়েছে স্নেহাশিষ চট্টোপাধ্যায়ের। আজ প্রিয় গায়িকার মৃত্যুদিনে মন খারাপ সঙ্গীতশিল্পীর। তবে এমন দিনে তাঁর করা অসাধারণ কাজের জানা-অজানা দিকও জানলেন বহু মানুষ।
advertisement
advertisement
advertisement