ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু...! কোন কোন রুট দিয়ে ঘুরপথে চলবে যান চলাচল? জেনে নিন জরুরি Traffic আপডেট
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Second Hooghly Bridge Closed: ব্রিজ মেরামতি এবং সাঁতরাগাছি উড়ালপুল নির্মাণ কাজের কারণে আবার দ্বিতীয় হুগলি সেতু টানা কয়েক ঘণ্টা বন্ধ থাকার নির্দেশিকা। জেনে নিন কোন কোন রুটে গেলে পড়তে হবে না সমস্যায়।
হুগলী সেতু, রাকেশ মাইতি: আবার যান চলাচল বন্ধ দ্বিতীয় হুগলি সেতুতে! দক্ষিণবঙ্গের যান চলাচলে গুরুত্বপুর্ণ ভূমিকা রয়েছে এই সেতু'র। প্রতিদিন বর্ণবাহী ও যাত্রীবাহী অসংখ্য যানবাহন চলাচল করে। একটানা কয়েকঘন্টা যান বন্ধ হলে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক সমস্যা হতে পারে। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা যায়, গুরুত্বপুর্ণ এই সড়ক একটানা বন্ধ থাকবে ১৭-১৮ ঘন্টা। তবে তার বিকল্প রুট তৈরি করেছে হাওড়া সিটি পুলিশ।
advertisement
advertisement
হাওড়া সিটি পুলিশের তরফে জানান হয়েছে ৩১/৮/২৫ রবিবার ভোর ০৪:০০ টা থেকে রাত্রি ০৯:৩০ পর্যন্ত দ্বিতীয় হুগলী সেতু বা বিদ্যাসাগর সেতুটি যান চলাচল বন্ধ থাকবে।
কোনা এক্সপ্রেসওয়েতে এইচআরবিসি (HRBC) দ্বারা সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে ইস্পাত পোর্টাল বীম বসানোর কারণে এবং বিদ্যাসাগর বিদ্যাসাগর সেতু মেরামতি'র কারণে এই পথে যান চলাচল বন্ধ থাকছে।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
কোনা এক্সপ্রেসওয়েতে এইচআরবিসি (HRBC) দ্বারা সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে ইস্পাত পোর্টাল বীম বসানোর কারণে এবং বিদ্যাসাগর বিদ্যাসাগর সেতু মেরামতি'র কারণে এই পথে যান চলাচল বন্ধ থাকছে।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement
পণ্যবাহী যানবাহন ছাড়া কোলাঘাটগামী যানবাহনগুলি কোলাঘাটের দিকে যাওয়ার জন্য কাজীপাড়া- জিটি রোড- ব্যাতাইতলা- আন্দুল রোড- আলমপুর- এনএইচ ১৬- ধুলোগড়- রানীহাটি ব্যবহার করতে পারে। পণ্যবাহী যানবাহন ছাড়া ডানকুনিগামী যানবাহনগুলি হ্যাং সাং ক্রসিং- ডান মোড়- শৈলেন মান্না সরণি- শানপুর মোড়- বাম মোড়- হাওড়া আমতা রোড- সলোপ- এনএইচ ১৬ - পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইতি পাড়া- ডানকুনি বা কাজীপাড়া- জিটি রোড/ ফোরশোর রোড- সালকিয়া- বালি- জিরো পয়েন্ট- মাইতি পাড়া। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
নিবরা দিক থেকে আসা সাঁতরাগাছি স্টেশনে যেতে ইচ্ছুক ছোট যান জগাছা-মাহিয়ারী রোড ব্যবহার করতে পারে। কাজিপাড়া/হ্যাংসাং ক্রসিং থেকে সাঁতরাগাছি স্টেশনে যেতে ইচ্ছুক ছোট যানবাহন গুলিকে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত কোনা এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে বলে জানায় হাওড়া সিটি পুলিশ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)