Pahalgam Attack: হানিমুনে গিয়েছিলেন বাংলার জনপ্রিয় গায়ক! একটা ভুলে যাওয়া হল না পহেলগাঁও, তাতেই বাঁচল প্রাণ
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Pahalgam Attack: কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। বেঘোরে প্রাণ গিয়েছে ভূস্বর্গে ঘুরতে যাওয়া পর্যটকদের। এরই মধ্যে জনপ্রিয় টিভি চ্যানেলের গানের রিয়েলিটি শো-র চ্যাম্পিয়ন সৌরভ সরকার সস্ত্রীক ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে।
হুগলি: কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। বেঘোরে প্রাণ গিয়েছে ভূস্বর্গে ঘুরতে যাওয়া পর্যটকদের। এরই মধ্যে জনপ্রিয় টিভি চ্যানেলের গানের রিয়েলিটি শো-র চ্যাম্পিয়ন সৌরভ সরকার সস্ত্রীক ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে। মঙ্গলবার যখন জঙ্গী হামলা হয় সেই সময়ে তাঁদের থাকার কথা ছিল পহেলগাঁওয়ের ওই জায়গাতেই। তবে ভাগ্যের জোরে প্রাণ বেঁচেছে তাঁদের। বাড়িতে একা বৃদ্ধা মা, দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন আর অপেক্ষায় রয়েছেন কখন ঘরের ছেলে-বউমা ঘরে ফিরবে।
advertisement
২০০৭ সালে সারেগামাপা চ্যাম্পিয়ন হয়েছিলেন হুগলির কোন্নগরের সৌরভ সরকার। বছর পাঁচেক আগে তিনি বিবাহ সম্পন্ন করেছেন। বিয়ের পর এই প্রথম বউকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। প্ল্যান করেছিলেন এটাই তোদের হানিমুন। তবে মধুচন্দ্রিমাতে ভালোবাসার বদলে আতঙ্ক গ্রাস করবে তা গতকালের ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত তারা আঁচ করতে পারেননি। এখন তারা সেখানেরই একটি হোটেলের মধ্যে গৃহবন্দী হয়ে রয়েছেন মোট ৪০ জন।
advertisement
গতকাল সকালেই পহেলগাঁও দেখতে যাওয়ার কথা ছিল তাদের। তবে টুর গ্রুপের বাকি পর্যটকরা দেরি করায় তাদের বেরোতে দেরি হয়ে যায়। তাতেই শাপে বর হয় গোটা পরিবারের। কারণ যখন তারা হোটেল ছেড়ে বেরোচ্ছেন সেই সময় সেনাবাহিনীর তরফ থেকে খবর দেওয়া হয় পেহেলগাঁও এর ওই জায়গায় জঙ্গি হামলা হয়েছে। ওই জায়গায় যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হয়তো সেই সময় বাকি সকলে যদি সঠিক সময় বেরিয়ে পড়তেন তাহলে যে সময় ঘটনা ঘটেছে সেই সময়তে মিনি সুইজারল্যান্ডে উপস্থিত থাকতেন তারাও। তবে এখন ভগবানের কাছে তারা প্রার্থনা করছেন যে কোনও ভাবেই হোক তাঁরা যাতে বাড়ি ফিরতে পারেন।
advertisement
এই বিষয়ে সৌরভ সরকারের মা সুপর্ণা সরকার তিনি জানান, তার ছেলে বউ প্রথম ঘুরতে গিয়েছিল কাশ্মীর। কাল যখন ঘটনা ঘটে তারপরে তার ছেলে তাকে ফোন করে জানায় যে তারা সুরক্ষিত রয়েছে। তবে আতঙ্ক তাদের গ্রাস করেছে। চারিদিকে কার্ফিউ জারি করা হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা হোটেলের মধ্যে গৃহবন্দী এখন। বাড়িতে বসে তিনি প্রার্থনা করছেন যাতে তার ছেলে বউ সঠিকভাবে বাড়ি ফিরে আসতে পারে।
advertisement
এই বিষয়ে সংগীতশিল্পী সৌরভ সরকার তিনি জানান, আগামীকাল ভোরেই তারা জম্মু রওনা দিচ্ছেন। এখান থেকে যে কোন রকম ভাবে ট্রেন ধরে তারা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এখন গৃহবন্দী অবস্থায় তারা একটাই কথা ভাবছেন কিভাবে প্রাণ হাতে নিয়ে এবার বাড়ি ফিরে যায়। কারণ সৌরভ বলছেন, একবার যখন হামলা হয়েছে এবং সন্ত্রাসবাদীরা এখনও ঘুরে বেড়াচ্ছে স্থানীয়দের ছদ্মবেশে। তাই কারুর উপরেই বিশ্বাস করা যাচ্ছে না। তারা আতঙ্কে রয়েছেন আবারও যে কোনও মুহূর্তে হামলা হওয়ার।