Satabdi Roy: স্টিয়ারিং হাতে অভিনেত্রী শতাব্দী রায়, কোনও সিনেমার শ্যুটিং নয়, ভোটের প্রচারে এই দৃশ্য! দেখুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Birbhum News: চতুর্থ দফায় নির্বাচন যতই এগিয়ে আসছে প্রচারের কদর বাড়ছে লাফিয়ে লাফিয়ে, বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী কেউ শোনাচ্ছেন গান,কেউ চালাচ্ছেন গাড়ি
advertisement
advertisement
গরমে নাজেহাল পরিস্থিতি অথচ এর মাঝেই নিজেকে এবং নিজের কর্মীদের চাঙ্গা করতে উৎসাহিত রাখতে বিভিন্ন দলের প্রার্থীরা কেউ পিছুপা হতে নারাজ।কর্মীদের উৎসাহিত দিতে কেউ গাইছেন নিজের লেখা থিম সং কেউ আবার কলকাতা থেকে অর্কেস্ট্রার নিয়ে এসে এলাকায় অনুষ্ঠান করছেন এমন অভিনব প্রচারের পথ বেছে নিচ্ছেন রাজনৈতিক নেতারা।
advertisement
advertisement
সিনেমায় দেখা সেই নায়িকাকে আবার পুরানো ছন্দে দেখতে ভিড় একদম চোখে পড়ার মতছিল নলহাটি বিধানসভার সুহুদিঘী মোড়ে।লাল পাড় সাদা শাড়ি এবং চোখে চশমা পরেঅভিনেত্রী এবং বীরভূম জেলার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ঘুরে বেড়ালেন গ্রামে গ্রামে। আর ঠিক একইভাবে একই আঙ্গিকে সারাদিন প্রচার করার পর সন্ধ্যায় তারাপুরের বিচিত্রানুষ্ঠানে মাইক ধরে এলাকাবাসীদের রবীন্দ্র সংগীত শোনালেন বিজেপি প্রার্থী দেবাশীষ ধর। চতুর্থ দফায় বীরভূমের দুই কেন্দ্রের ভোট যত এগিয়ে আসছে প্রচারের তাপতত বাড়ছে।
advertisement
নলহাটি বিধানসভার সুহুদিঘী মোড় থেকে রুদ্রনগর পঞ্চায়েত পর্যন্ত হুডখোলা জিপে শতাব্দী নিজেই গাড়ি চালিয়ে গ্রামে গ্রামে প্রচার সারলেন।অভিনেত্রীকে পুরানো ছন্দে দেখতে বাড়ির মহিলা থেকে শুরু করে পুরুষ এক কথায় আট থেকে আশি সকলের ভিড় জমে রাস্তার ধারে ধারে। রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে শতাব্দী কখনও জানতে চাইলেন লক্ষীর ভান্ডার পাচ্ছেন কিনা,আবার কোথাও বা গাড়ি দাঁড় করিয়ে জানতে চাইলেন তাদের কী কী অভাব অভিযোগ রয়েছে। তবে সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে। সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি।