গম বোঝাই লরি-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ! উল্টে পড়ল মাঠে, মৃত ২, আহত ২! জানুন কোথায় ঘটল এমন মর্মান্তিক দুর্ঘটনা

Last Updated:
গম বোঝাই লরির সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ ব্যক্তির,আহত ২। দুর্ঘটনাটি ঘটেছে মেমারি- কাটোয়া রোডের মু্ন্সীডাঙা এলাকায়। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ।
1/5
গম বোঝাই লরির সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ ব্যক্তির,আহত ২।দুর্ঘটনাটি ঘটেছে মেমারী- কাটোয়া রোডের মু্ন্সীডাঙা এলাকায়। ঘটনাস্থলে মেমারী থানার পুলিশ। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
গম বোঝাই লরির সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজন ব্যক্তির, আহত আরও দুজন। দুর্ঘটনাটি ঘটেছে মেমারি- কাটোয়া রোডের মু্ন্সীডাঙা এলাকায়। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
2/5
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,কাটোয়ামুখি গম বোঝাই লরিটি মেমারীমুখি ট্রাক্টরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ট্রাক্টরের চালক সহ ট্রাক্টরে থাকা আরও ৩ জন গুরুতরভাবে জখম হন।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাটোয়ামুখি গম বোঝাই লরিটি মেমারিমুখি ট্রাক্টরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ট্রাক্টরের চালক সহ ট্রাক্টরে থাকা আরও তিন জন গুরুতরভাবে জখম হন।
advertisement
3/5
তাঁদের উদ্ধার করে মেমারী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।ঘটনার জেরে বেশকিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে মেমারী-কাটোয়া রোড।পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাঁদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু'জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।ঘটনার জেরে বেশকিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে মেমারি-কাটোয়া রোড।পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
4/5
এলাকাবাসী পৃথ্বীরাজ পাল জানান, ট্রাক্টরটি যাচ্ছিল মেমারি ও লড়িটি যাচ্ছিল মন্তেশ্বর। সম্ভবত গোলযোগের কারণে ঘটনাটি ঘটেছে।লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে এসে ট্রাক্টরটিকে এসে ধাক্কা মারে।
এলাকাবাসী পৃথ্বীরাজ পাল জানান, ট্রাক্টরটি যাচ্ছিল মেমারি ও লড়িটি যাচ্ছিল মন্তেশ্বর। সম্ভবত গোলযোগের কারণে ঘটনাটি ঘটেছে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে এসে ট্রাক্টরটিকে এসে ধাক্কা মারে।
advertisement
5/5
বিনোদ মুর্মু জানা, ট্রাক্টর ও লরির মুখোমুখি সংঘর্ষ হয় মুন্সিডাঙ্গা এলাকায়। লরিটি গম বোঝাই ছিল ও ট্রাক্টরটি খালি ছিল। লরিতে মনে হয় এসব ধাক্কা মারলে ট্রাক্টরের ডালায় লাগে এবং মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক্টরটিতে থেকে চারজন ছিল। দোষটি সম্ভবত লরি চালকের। পুলিশ এসেছে। দুজন মারা গেছে এবং দুজনে আহত হয়েছে। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
বিনোদ মুর্মু জানা, ট্রাক্টর ও লরির মুখোমুখি সংঘর্ষ হয় মুন্সিডাঙ্গা এলাকায়। লরিটি গম বোঝাই ছিল ও ট্রাক্টরটি খালি ছিল। লরিতে মনে হয় এসব ধাক্কা মারলে ট্রাক্টরের ডালায় লাগে এবং মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক্টরটিতে থেকে চারজন ছিল। দোষটি সম্ভবত লরি চালকের। পুলিশ এসেছে। দুজন মারা গেছে এবং দুজনে আহত হয়েছে। (চিত্র ও তথ্য সূত্র:সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement