ডাল, ভাত অতীত! রাখিতে মিড ডে মিলে পাতপেড়ে ভুরিভোজ, মেনু শুনলে আপনিও চমকে যাবেন

Last Updated:
মিড ডে মিলের মেনুতেও ছিল চমক। খেতে বসে পড়ুয়ারা দেখে পাতে...আবার রাখি বন্ধন অনুষ্ঠানকে ঘিরেও দেখা আলাদা শপথের কাহিনী
1/6
নিজেদের হাতে বানান রাখি স্কুলের কাঁঠাল ও পেয়ারা গাছকে পরিয়ে দিল দাসপুরের সামাট প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচারা। ( ছবি ও তথ্য: মিজানুর রহমান )
নিজেদের হাতে বানান রাখি স্কুলের কাঁঠাল ও পেয়ারা গাছকে পরিয়ে দিল দাসপুরের সামাট প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচারা। ( ছবি ও তথ্য মিজানুর রহমান)
advertisement
2/6
গাছ আমাদের প্রাণ। গাছ ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারব না। আমাদের বিদ্যালয় সামাট প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের কাঁঠাল গাছ আর পেয়ারা গাছ আমাদের খুব কাছের বন্ধু।
গাছ আমাদের প্রাণ। গাছ ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারব না। আমাদের বিদ্যালয় সামাট প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের কাঁঠাল গাছ আর পেয়ারা গাছ আমাদের খুব কাছের বন্ধু।
advertisement
3/6
যেদিন থেকে এই স্কুলে এসেছি, এই দুই গাছের সঙ্গে আমাদের কত যে গল্প হয় তা বলার নয়। সেই গাছকে রাখি বেঁধে আজ আমরা শপথ নিয়েছি  গাছেদের আমরা কোনও ক্ষতি করব না।
যেদিন থেকে এই স্কুলে এসেছি এই দুই গাছের সঙ্গে আমাদের কত যে গল্প হয় তা বলার নয়। সেই গাছকে রাখি বেঁধে আজ আমরা শপথ নিয়েছি গাছেদের আমরা কোনও ক্ষতি করব না।
advertisement
4/6
সব সময় গাছের জন্য লড়াই করব। এ কথা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সামাট প্রাথমিক বিদ্যালয়ের পঞম শ্রেনীর ছাত্রী বৃষ্টি বাগের।
সব সময় গাছের জন্য লড়াই করব। এ কথা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সামাট প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী বৃষ্টি বাগের।
advertisement
5/6
স্কুলের বন্ধু বান্ধবরা মিলে তাদের আর দুই বন্ধু কাঁঠাল গাছ আর পেয়ারা গাছকেও রাখি পরিয়েছে। বিদ্যালয়ের শিক্ষিকা সীমা ঘাঁটি প্রামাণিক জানান,ছাত্রছাত্রীরা নিজের কাগজ কেটে নানান ফুল বানিয়ে তাতেই আঠা আর সুতো লাগিয়ে বেশ বড়সড় দুটি রাখি বানিয়েছিল।
স্কুলের বন্ধু বান্ধবরা মিলে তাদের আর দুই বন্ধু কাঁঠাল গাছ আর পেয়ারা গাছকেও রাখি পরিয়েছে। বিদ্যালয়ের শিক্ষিকা সীমা ঘাঁটি প্রামাণিক জানান,ছাত্রছাত্রীরা নিজের কাগজ কেটে নানা ফুল বানিয়ে তাতেই আঠা আর সুতো লাগিয়ে বেশ বড়সড় দুটি রাখি বানিয়েছিল।
advertisement
6/6
এদিন মিড ডে মিলের মেনুতেও ছিল চমক। খেতে বসে পড়ুয়ারা দেখে পাতে ফ্রায়েড রাইস,চানা মশালা,আমের চাটনি,দই মিষ্টি। ( ছবি ও তথ্য মিজানুর রহমান)
এদিন মিড ডে মিলের মেনুতেও ছিল চমক। খেতে বসে পড়ুয়ারা দেখে পাতে ফ্রায়েড রাইস, চানা মশালা, আমের চাটনি, দই, মিষ্টি। ( ছবি ও তথ্য মিজানুর রহমান)
advertisement
advertisement
advertisement